Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

লাখাইয়ে আলোচনা সভায় এডভোকেট মোঃ এনামুল হক সেলিম ॥ ইসলাম ধর্ম সম্পর্কে কুটুক্তিকারী লতিফ সিদ্দিকী মুক্ত ॥ আর বিএনপি করার অপরাধে মির্জা ফখরুল কারারুদ্ধ

প্রেস বিজ্ঞপ্তি ॥ গতকাল লাখাই উপজেলার ৪ নং বামৈ ইউনিয়ন বিএনপি আয়োজিত বামৈ ইউপি কার্যালয় প্রাঙ্গণে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্টিত হয়েছে। ইফতার পূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি মহিউদ্দিন আহমেদ শান্ত। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক এডভোকেট মোঃ এনামুল হক সেলিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাখাই উপজেলা বিএনপি সভাপতি ও জেলা আইনজীবি সমিতির সভাপতি এডভোকেট ছালেহ উদ্দিন আহমেদ, চুনারুঘাট পৌর বিএনপি সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ আব্দুল হাই, লাখাই উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ তালুকদার আব্দাল, মীর আব্দুল আওয়াল, এম এ মন্নান, ওয়াহিদুজ্জামান আগা। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, শেখ ফরিদ মেম্বার, মোঃ সামছুদ্দিন আহমেদ, সাইফুল ভুইয়া, সোফায়েল চৌধুরী, শাহ আলম গোলাপ, তাউস আহমেদ, সুরে রহমান, পায়েল আহমেদ রিপন, শাহ আলম তালুকদার, তোফাজ্জুল আহমেদ, মসিউর রহমান সাচ্ছু, আব্দুর রউফ, বুলবুল চৌধুরী, দ্বীন মোঃ দিলন, আব্দুল কদ্দুছ, নুরুল আমিন চৌধুরী, আব্দুল ওয়াহাব, আলী আহমেদ, সোহাগ চৌধুরী মানিক, মিয়া মোঃ লায়েছ, শেখ রাসেল, মিজান আহমেদ, সানাউল্লাহ, আবুল কালাম, বিলাল, গোলাপ, জাহির, মনির ইসলাম, শেখ আরিফুল ইসলাম প্রমুখ।
ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট এনামুল হক সেলিম বলেন, ইসলাম বিরোধী অবৈধ সরকারের আমলে ধর্ম নিরপেক্ষতার অবস্থা এই যে, মহানবী হযরত মোহাম্মদ (সাঃ), ইসলাম ধর্ম ও হজ্ব সম্পর্কে জঘন্য মন্তব্যকারী হাসিনা সরকারের সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী সরকারের মদদে জেল থেকে বেরিয়ে এসে আজ মুক্ত জীবন যাপন করছেন। পক্ষান্তরে গণতন্ত্রের কথা বলায় গণতান্ত্রিক ব্যবস্থা পুনর্বহালের দাবিতে শান্তিপুর্ণ আন্দোলনে নেতৃত্ব দেয়ার অপরাধে বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ হাজার হাজার নেতা কর্মী আইনের বিধান যথাযথভাবে পালন করা সত্বেও দীর্ঘদিন যাবত কারাভোগ করতে হচ্ছে। তিনি আরও বলেন, ইসলাম বিরোধী বর্তমান অবৈধ সরকারের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গণতান্ত্রিক সরাকার প্রতিষ্টার জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।