Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

কাশিপুরে গরুকে মারধরের জের সংঘর্ষে আহত অর্ধশতাধিক

স্টাফ রিপোর্টার ॥ গরুকে মারধরের ঘটনার জের ধরে হবিগঞ্জ সদর উপজেলার কাশিপুর গ্রামে দু’পক্ষের সংঘর্ষে অর্ধশতাধিক আহত হয়েছে। গতকাল বৃহষ্পতিবার ১২টা থেকে ২টা পর্যন্ত সংঘর্ষ চলে। খবর পেয়ে সদর থানা পুলিশ ও স্থানীয় লোকজন সংঘর্ষ নিয়ন্ত্রনে আনে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, কাশিপুর গ্রামের আতাউর রহমানের একটি গরু একই গ্রামের আলী ইসলামের ধান ক্ষেতে প্রবেশ করে। এ সময় আলী ইসলাম গরুটিকে মারধর করেন ও বল্লম দিয়ে আঘাত করে। এ নিয়ে আতাউর রহমান ও আলী ইসলামের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন জড়ো হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। উভয় পক্ষই বল্লম, ফিকল, টেটাসহ দেশীয় অস্ত্র নিয়ে ২ঘন্টাব্যাপী সংঘর্ষ লিপ্ত হয়। এতে মহিলাসহ অন্তত অর্ধশতাধিক লোক আহত হয়। আহতদের মধ্যে সরলা বেগম, ছাইফুল, আবুল মিয়া, মীর হোসেন, আমীর আলী, সামছুল হক, জহুর আলী, আকবর আলী, বদরুল আলম, মাতাব্বর মিয়া, মহিবুর রহমান, শামীম মিয়া, ইয়াদ আলী, হোসেন মিয়া, নিয়ামত আলী, তাবারুক মিয়া, রশিদ মিয়া, আমীর আলী, মাহফুজ মিয়া, শামছু, সালামত, ইমন, ইদ্রিস, মরতুজ আলী, আহাম্মদ মিয়া, নূর উদ্দিন, কুতুব আলী, সিজিল মিয়া, আম্বর আলী, আরব আলী,  মন্নান সহ প্রায় ৫০ জনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আশংকাজনক অবস্থায় কুতুব আলী (৩৫) ও তাবারক (২৬)কে সিলেট উসমানী মেডিকেলে প্রেরণ করা হয়েছে। বাকীদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
খবর পেয়ে সদর থানার এস আই মিজানুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ  ঘটনাস্থলে পৌছে স্থানীয়দের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।