Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মাধবপুরে মতবিনিময় সভায় জেলা প্রশাসক শাসক নই সেবক হয়ে জনগণের দ্বার গোড়ায় সেবা পৌঁছে দিতে চাই

মাধবপুর প্রতিনিধি ॥ নবাগত জেলা প্রশাসক সাবিনা আলম বলেছেন আমি শাসক নই, সেবক হয়ে জনগণের দ্বার গোড়ায় সেবা পৌঁছে দিতে চাই। একটি ছেলে মেয়েও যাতে শিক্ষার বাইরে না থাকে সে ব্যাপারে সকলকে সজাগ থাকতে হবে। বাল্য বিবাহ, স্বাস্থ্য, পুষ্টি, পরিবার পরিকল্পনা, স্যানিটেশন ব্যবস্থা যাতে শতভাগ নিশ্চিত হয় সে ব্যাপারে সকলকে কাজ করতে হবে। মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করতে না পারলে সব কিছু মিথ্যা হয়ে যাবে। জেলা প্রশাসকের দুয়ার সকলের জন্য উন্মুক্ত। প্রতিটি ইউনিয়নে বিষয়ভিত্তিক উন্নয়ন কমিটি রয়েছে এগুলোকে সচল করতে হবে।
গতকাল বৃহষ্পতিবার সকালে মাধবপুর উপজেলা উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গের সাথে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন। উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল ইসলাম। উপজেলা কমিশনার (ভূমি) আমিনুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান, মাধবপুর পৌরসভার মেয়র হীরেন্দ্র লাল সাহা, উপজেলা আওয়ামীলীগ সভাপতি শাহ মোঃ মুসলিম, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, মাধবপুর ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা সুকোমল রায়, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ নুরুল ইসলাম, কৃষি কর্মকর্তা মোঃ আতিকুল হক, চেয়ারম্যান খায়রুল হোসাইন মনু, জাতীয় পার্টির সভাপতি কদর আলী মোল্লা, প্রেসক্লাব সভাপতি আলাউদ্দিন, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আব্দুল মালেক মধু, সাংবাদিক আইয়ুব খান প্রমুখ। পরে জেলা প্রশাসক আন্দিউড়া ইউনিয়ন পরিষদে এক মতবিনিময় সভায় যোগ দেন। এতে চেয়ারম্যান আতিকুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন ইউএনও মোহাম্মদ রাশেদুল ইসলাম, প্রধান শিক্ষক আমিনুল ইসলাম, সাবেক সভাপতি সাংবাদিক রোকন উদ্দিন লস্কর, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মিজানুর রহমান, ইউপি সদস্য শৈলেন সরকার, আব্দুল আহাদ, রাসমনি সরকার। এ সময় তিনি ইউনিয়ন পরিষদের ডিজিটাল তথ্য সেবা কেন্দ্র পরিদর্শন করেন।