Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচঙ্গে পোল্ট্রি খামারী ও পল্লী বিদ্যুতের দীর্ঘদিনের জটিলতা নিরসন

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচঙ্গে পোল্ট্রি খামারে অতিরিক্ত বিদ্যুৎ বিল আদায়কে কেন্দ্র করে দীর্ঘদিনের জটিলতা নিরসন হয়েছে। গতকাল বুধবার দুপুর ১২ টায় বানিয়াচঙ্গ উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শামছুল ইসলাম। মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শেখ বশীর আহমদ। বক্তাগণ বলেন দীর্ঘদিন যাবৎ পোল্ট্রি শিল্পে অস্বাভাবিক বিদ্যুৎ বিল ও জরিমানা আদায় করায় পোল্ট্রি শিল্পে উৎপাদনে বিপুল পরিমানে লোকসানের ফলে ফার্ম বন্ধ হওয়ার উপক্রম হয়ে পড়ছে। দীর্ঘ আলোচনার পর বিদ্যুৎ বিল সহনীয় পর্যায়ে আনার বিষয়ে বক্তাগণ একমত পোষন করেন। সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ডিজিএম মিজানুর রহমান, আওয়ামীলীগ সভাপতি মুক্তিযোদ্ধা আমীর হোসেন মাস্টার, চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান খাঁন, চেয়ারম্যান হাবিবুর রহমান, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ দেলোয়ার হোসেন, সাবেক ভাইস চেয়ারম্যান প্রিয়তোষ রঞ্জন দেব, পল্লী বিদ্যুতের পরিচালক মোঃ সেলিম মিয়া, মোঃ মহিউদ্দিন আগা খান, মোঃ মাহমুদ বিশ্বাস, চিত্তরঞ্জন বিশ্বাস, মোতাব্বির হোসেন, ফজলুর রহমান, আঞ্জব আলী, প্রদীপ সূত্রধর, আজম খান, মোঃ মুছা মিয়া, মোর্শেদ মিয়া, মোঃ সাইদুজ্জামান, ইছরাইল মিয়া, রুকুম আলী প্রমুখ।