Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মাদক নিয়ন্ত্রণে পুলিশের অভিযান অব্যাহত থাকলেও হবিগঞ্জে বন্ধ হচ্ছে না

স্টাফ রিপোর্টার ॥ জেলার বানিয়াচঙ্গ, চুনারুঘাট ও সদর জুড়ে হাত বাড়ালেই পাওয়া যাচ্ছে মাদক। যত্রতত্র হচ্ছে এর রমরমা কেনাবেচা। প্রকাশ্যে দিবালোকে হচ্ছে সেবন। পাশাপাশি সেবনকারীদের আড্ডায় সমান তালে চলছে জুয়া। মাদকসেবিদের মধ্যে উঠতি যুবকের সংখ্যাই বেশি। ফেনসিডিল, ইয়াবা,গাঁজা, হুইস্কি, বিয়ার, হেরোইনসহ সবধরণের মাদকই এখন পাওয়া যাচ্ছে হবিগঞ্জের বিভিন্ন স্থানে।
জানা যায়, বানিয়াচঙ্গের সাগরদীঘির দক্ষিণ পাড়, সুফিয়া মতিন কলেজ এলাকা, এলআর হাইস্কুল রোড, নতুন বাজার, জনাব আলী কলেজ অডিটরিয়াম, হাসপাতাল এলাকা, মাদানী ম্যানশন এর ফাঁকা জায়গা, সদরের সিএনজি স্ট্যান্ড, টাউন প্রাইমারি বিদ্যালয়, শ্মশানঘাট, ২নং পুল সংলগ্ন এলাকা, চুনারুঘাট হাতুন্ডা, দেওরগাছ, কালাশাহ পরিত্যক্ত ঘর এখন মাদকসেবিদের নিরাপদ ঘাটিতে পরিণত হয়েছে। অভিযোগ উঠেছে, স্থানীয় প্রশাসন এসব দেখেও না দেখার ভান করছে। নেশার অর্থ যোগাতে ইদানিং কয়েকটি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে উল্লেখিত স্পটগুলোতে। কিছুদিন পূর্বে সাগরদীঘির পূর্বপাড়ে কলেজ পড়ুয়া এক ছাত্রকে রাতের আধারে পিটিয়ে তার সর্বস্ব ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। এর দুইদিন পরই মাদানী ম্যানশনের কাছ থেকে এক যুবককে টেনে নিয়ে তাকে মারধর করে তার টাকা পয়সা ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। এত কিছুর পরেও প্রশাসনের ঘুম ভাঙ্গেনি।
এ ব্যাপারে বানিয়াচঙ্গ থানার ওসি নির্মলেন্দু চক্রবর্তী জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত আছে। অভিযোগ পেলে মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। এদিকে চুনারুঘাটে একর পর এক ডিবি ও পুলিশের অভিযান চালালেও এসব বন্ধ হচ্ছে না।