Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

সংসার ত্যাগী দরবেশের চেয়ে সংগ্রামী মোজাহিদের দোয়া বেশি কার্যকর

ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। এখানে দ্বীন ও দুনিয়ার মধ্যে কোন পার্থক্য নেই। তাই প্রতিটি মুসলমানের উপর নেক কাজের প্রচলন এবং পাপ কাজের প্রতিরোধের দায়িত্ব অর্পিত হয়েছে। শুধুই তাই নয়, এই মহত কর্মে মানব জাতিকে নেতৃত্বে দেয়ার দায়িত্বটাও উম্মতে মুহাম্মদীর উপর ন্যস্ত করা হয়েছে। মহান আল্লাহ পাক বলেন, হে উম্মতে মুহাম্মদী তোমরাই শ্রেষ্ট মানবগোষ্টি, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে, মানব জাতির কল্যাণ সাধানের জন্য। তোমরা ভাল কাজের প্রচলন করবে মন্দ কাজের প্রতিরোধ করবে। (আল কুরআন)।
ইসলামী মতাদর্শ অনুসারে একজন সংসার ত্যাগী দরবেশের চেয়ে একজন সংগ্রামী মোজাহিদের দোয়া বেশী কার্যকর হয়ে থাকে। কেননা সংসার ত্যাগী দরবেশ হচ্ছ, আত্মকেন্দ্রিক, নিজের কল্য্যাণ-চিন্তাই শুধু তার একমাত্র ভাবনা। পক্ষান্তরে সংগ্রামী মোজাহিদ হচ্ছেন, মানব প্রেমিক, গোটা মানব জাতির কল্যাণ সাধনই তার প্রধান লক্ষ্য।
রাসুল (সাঃ) বলেণ, যে মহান সত্তার হাতে মুহাম্মদের জীবন তার শপথ করে বলছি, দুটি বিষয়ের মধ্যে একটি অবশ্যই ঘটবে, হয় তোমরা নেক কাজের প্রচলন করবে ও পাপ কাজের প্রতিরোধ করবে। নয়তো খুব শীঘ্রই তোমাদের ওপর আল্লাহর শাস্তি অবর্তীন হবে। আর তখন তোমরা আল্লাহর কাছে দোয়া করলে দোয়া কবুল হবে না। বর্তমানে সমাজের ভাল লোককে খুব সহজেই মন্দ বলে, ধিক্কার দেয়া যায়। কিন্তু সমাজে প্রতিষ্ঠিত মন্দকে মন্দ বলা মোটেই সহজ ব্যাপার নয়। এর জন্য দরকার আল্লাহর প্রতি নিবেদিত মোজাহিদের। এরাই আল্লাহর প্রিয় বান্দাহ এবং এদের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে থাকে।
লেখক
খতিব-হবিগঞ্জ কেন্দ্রীয় সুন্নী জামে মসজিদ।
০১৭১১-৮৫১৪০৬