Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচং ও আজমিরীগঞ্জে হাত বাড়ালেই মিলছে মাদক

মখলিছ মিয়া ॥ নেশার স্বর্গরাজ্যে পরিণত হয়েছে হাওরপাড়ের বানিয়াচং ও আজমিরীগঞ্জ উপজেলা। হাত বাড়ালেই মিলছে নেশা জাতীয় দ্রব্য। স্থানীয়ভাবে উৎপাদিত বাংলা মদের সাথে পাল্লা দিয়ে বিক্রি হচ্ছে ভারতীয় মদ, ফেনসিডিল ও পাশাপাশি রয়েছে ইয়াবা এবং গাঁজা আমদানী ও বিক্রেতাদের দৌরাত্ম্য। অত্রাঞ্চলে বাংলা মদের রমারমা ব্যবসা দেখে একটি চক্র বিদেশী মদ ফেনসিডিল, ইয়াবা, হেরোইন ও গাঁজা আমদানী ও বিক্রয়ে সক্রিয় রয়েছে। পুলিশ ও মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর প্রায়ই অভিযান চালাচ্ছে। বিদেশী ও বাংলা মদসহ নেশা জাতীয় দ্রব্য উদ্ধার করে অপরাধীদের জেল- হাজতেও  প্রেরণ করছে। কিন্তু আইনের ফাঁক- ফোকরে অপরাধীরা বেরিয়ে এসে পুরনো ব্যবসায় লেগে যায় এবং তাদের সিন্ডিকেট সক্রিয় থাকছে সারা বছর জুড়েই। অভিযোগ রয়েছে বাংলা মদ উৎপাদন হচ্ছে বানিয়াচং ও আজমিরীগঞ্জ সহ হাওর পাড়ের উপজেলাগুলোর মুচী পল্লী ও হিন্দু সম্প্রদায় অধ্যুষিত কিছু পাড়াগুলোতে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর স্থানীয় পুলিশের সহযোগিতায় ঝটিকা অভিযান চালিয়ে প্রতি বছরই মদ তৈরীর আস্তানা ভেঙ্গে গুঁড়িয়ে দিলেও তারা এ ব্যবসা থেকে বিরত হচ্ছে না। বানিয়াচং সদরের বড় বাসা নামে পরিচিত মুচি পাড়ার এক যুবক নাম না প্রকাশ করার শর্তে অভিযোগ জানিয়েছেন তাদের পাড়ায় হাতে গুনা কজন বাংলা মদ (যা চোলাই মদ নামে পরিচিত) তৈরী করছে। কিন্তু পুলিশি অভিযানে নিরপরাধ ব্যক্তিরা আটক হয়ে জেল হাজত খাটতে হচ্ছে। তাদের দাবি যারা এই মদ তৈরীর সাথে জড়িত রয়েছে তাদের আস্তানা নির্মূল করে দিতে যেন কঠোর আইনী ব্যবস্থা নেয়া হয় এবং তারা নির্দোষ ব্যক্তি ঝুট ঝামেলা থেকে রেহাই পায়। মদ তৈরীর সাথে জড়িত রয়েছেন মুচি সম্প্রদায়ের কজনের সাথে আলাপ করলে অপরাধ স্বীকার করে তারা জানান, আমরা শুধু পেটের তাগিদে মদ তৈরী করে দুটো পয়সা উপার্জনের ধান্ধা করতে হচ্ছে। পূঁজির অভাবে বর্গাতে কৃষি চাষাবাদ করতে পারছি না। গ্রামে-গঞ্জে জুতা সেলাই ও পালিশ করার কাজ করে বৌ-বাচ্চাদের লালন পালন করা সম্ভব হচ্ছে না। কঠিন মজুরী করারও অভ্যাস নেই। পশু কমে যাওয়ায় মৃত গরু-ছাগল-মহিষের চামড়া এখন তেমন মিলে না। তাই বাধ্য হয়ে জেল-হাজত খেটেও ঝুঁকির মধ্য দিয়েও এ অপরাধমূলক কাজে লেগে থাকি। খোঁজ নিয়ে জানা গেছে মদ্যপায়ীদের আধিক্য থাকায় আজমিরীগঞ্জ বাজারে লাইসেন্সপ্রাপ্ত মদের পট্টি ছিল। নব্বই দশকের শেষ দিকে এ লাইসেন্স সরকার বাতিল করে দেয়। তবে স্থানীয় মুচি বাড়ী ও পল্লীগুলোতে বিশেষ করে সিনেমা হল রোডের মুচি বাড়ি ও কাকাইলছেও গ্রামের শাহ নগর পল্লীতে, বানিয়াচংয়ে তকবাজখানী, কুতুবখানী, ঢালী মহল্লা ও অন্যান্য গ্রামের কিছু হিন্দু বাড়ীতেও এসব মদ তৈরী হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এই তৈরী মদ তারা দূর্গম এলাকার গ্রামগুলোতে ফেরি করে বিক্রি করছে। এর সাথে পাল্লা দিয়ে একটি চক্র ভারতীয় মদ বিক্রি করছে। অফিসার চয়েজ, ডাইরেক্টর স্পেশাল’সহ কয়েকটি ব্র্যান্ডের মদ আমদানী করে এসব অঞ্চলে বিক্রী করছে। পুলিশ ও বিভিন্ন সূত্রে জানা যায়, হবিগঞ্জ সদরের শায়েস্তাগঞ্জ ও আশ-পাশের গ্রামগুলো হলো বিদেশী মদ, হেরোইন, ইয়াবা, আমদানী ও রপ্তানির ট্রানজিট পয়েন্ট। বৃহত্তর সিলেট ও ব্রাহ্মনবাড়ীয়ার বিভিন্ন সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করে এবং এসব আমদানীকৃত নেশাদ্রব্যের চালান সিলেট, ঢাকা, চট্টগ্রাম, ব্রাহ্মনবাড়ীয়া হাইওয়ের পাশে অবস্থিত শায়েস্তাগঞ্জ পয়েন্ট দিয়ে বিভিন্ন এলাকায় চালান হয়। বানিয়াচং থানা সূত্রে জানা যায়, গত ২ জানুয়ারী শায়েস্তাগঞ্জ থেকে আজমিরীগঞ্জ যাবার পথে হবিগঞ্জ-বানিয়াচং রোডের রতœা এলাকার গভীর রাতে অটোরিক্সা তল্লাশী করে ৪৫ বোতল ভারতীয় মদ সহ গোয়াইন ঘাট ও জলসুখা গ্রামের ২ জনকে আটক করে। এদিকে ২৩ জানুয়ারী মাধবপুর উপজেলার গোয়াইনপুর সীমান্ত এলাকা থেকে ৫৪৩ বোতল ভারতীয় মদ আটক করে বিজিপি। এছাড়া ২২ জানুয়ারী মাধবপুর সীমান্ত থেকে ১১৫ কেজি গাঁজা আটক করে তারা। একই রাতে রাজেন্দ্রপুর সীমান্ত থেকে বিপুল পরিমাণ গাঁজা আটক করে বর্ডার গার্ড। এছাড়া ২০ ফেব্র“য়ারী পুলিশ অভিযান চালিয়ে আজমিরীগঞ্জ কাকাইলছেও ঘরদাইর গ্রাম থেকে তেল ফকিরের আস্তানা থেকে মাদক সহ ৬ মাদক সেবীকে গ্রেফতার করে। প্রাপ্ত তথ্য মতে মৌলভীবাজার ও হবিগঞ্জের সীমান্ত এলাকা থেকে বর্ডার গার্ড ১ কোটি টাকা মূল্যের মাদক দ্রব্য আটক করে এবং মৌলভীবাজার শ্রীমঙ্গল বিজিবি হেডকোয়ার্টার মাঠে ১৮ ফেব্র“য়ারী ধ্বংস করে। তন্মধ্যে রয়েছে ৫২ লাখ টাকা মূল্যের ২ হাজার ৫শ ৬২ বোতল ভারতীয় মদ, ৩ শ ১৪ কেজি গাঁজা, ২৭ লিটার দেশীয় মদ, ৩ শ ৬০ বোতল ফেনসিডিল ও ১৭ বোতল বিয়ার। এসব তথ্য রিজিওন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ লতিফুর হায়দার সংবাদ কর্মীকে জানিয়েছেন।  অপর একটি তথ্য জানায়, ২৬ জানুয়ারী চুনারুঘাট চিমটিবিল সীমান্ত বিওপি’র ২ শত গজ দক্ষিণে বাগানের এক শ্রমিকের বাড়ির আঙ্গিনা থেকে ৪ বস্তায় ১ মন গাঁজা পুলিশ উদ্ধার করেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী ও সীমান্ত প্রহরী বিজিবি’র কড়া নজর থাকলেও ফাঁক-ফোকরে অনেক চালান চোরাই পথে সীমান্ত পেরিয়ে বিভিন্ন স্থানে চালান হয়ে যাচ্ছে। বিশেষ করে শায়েস্তাগঞ্জে সব সময়ই নেশাখোর ও ব্যবসায়ীদের আনাগুনা থাকে। আর বর্ষা মৌসুমে বানিয়াচং-আজমিরীগঞ্জ ও মার্কুলী নৌকা ঘাটগুলোতে ছদ্মবেশে মাদক ব্যবসায়ী ও মাদক সেবীরা প্রত্যন্ত গ্রামগুলোতে মাদক সরবরাহ করে থাকে বলে অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে অত্রাঞ্চলের অভিভাবকরা রয়েছেন চরম উদ্বেগ ও উৎকন্ঠায়। বখে যাওয়া তরুণ ও যুবকদের সঙ্গে কখন জানি বেপথি হয়ে পড়ে তাদের সন্তানেরা। বেশ ক’জন অভিভাবক জানালেন, নেশা জাতীয় দ্রব্য সহজলভ্য হওয়ায় তরুণ ও যুব সমাজের একটি অংশ নেশাগ্রস্ত হয়ে বিপথগামী হয়ে পড়েছে। নেশার টাকা জোগাড় করতে চুরি-ডাকাতি বিশেষ করে মোবাইল ফোন সেট চুরি ও ছিনতাইয়ে জড়িয়ে পড়ছে। নেশার টাকা সংগ্রহ করতে না পারলে ঘুমের ট্যাবলেট খেয়ে নেশা করে থাকে। অনেক অভিভাবক অতিষ্ঠ হয়ে নেশাখোর সন্তানকে পুলিশের হাতে তোলে দেয়ার ঘটনা ঘটছে। পুলিশের পাশাপাশি মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরও এ ব্যাপারে কঠোর না হলে এর ভয়াল থাবা রোধ করা সম্ভব হবে না। এদিকে গত শুক্রবার ছিল মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস-২০১৫। বানিয়াচং-আজমিরীগঞ্জে কোথাও প্রশাসনের পক্ষ থেকে দিবসটি পালনে কোন কর্মসূচি দেখা যায় নি।