Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

শহরে বিকাশ ব্যবসায়ীদের সাথে যুবতীর প্রতারণা

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে বিকাশ ব্যবসায়ীদের সাথে এক শ্রেণীর যুবতীরা প্রতারণা শুরু করেছে। গতকাল শনিবার দুপুরে প্রতারণার মাধ্যমে টাকা পাঠানো অভিযোগে এনজিও পরিচয় দানকারী এক কর্মীকে আটক করেছে জনতা। ইদানিং হবিগঞ্জ শহরে বিভিন্ন এনজিও এবং অফিস আদালতের পরিচয় দিয়ে এক শ্রেণীর সুন্দরী যুবতীরা সেজে গুজে যুবকদেরকে আকৃষ্ট করে বিকাশ ব্যবাসায়ীদের সাথে প্রতারণা করে আসছে। আর তাদের প্রতারণার জালে পরে অনেক বিকাশ ব্যসায়ীরা সর্বশান্ত হচ্ছেন। গতকাল শনিাবার দুপুরে পাশা এনজিও পরিচয় দিয়ে রুমা আক্তার (২৫) নামে এক যুবতী বেবী ষ্ট্যান্ট এলাকায় স্বপ্ন টেলিকম নেটয়ার্ককে যায়। সেখানে গিয়ে বলে তার দেশের বাড়ীতে ৭৫ হাজার টাকা পাঠাতে হবে। এ সময় দোকানের মালিক বিকাশ নাম্বার মোবাইলে টাইফ করে সেন্ট করার সময় ওই যুবতীর নিকট টাকা জমা দিতে বললে সে বলে ভুলে ব্যাগ বাসায় পেলে এসেছে। টাকা সেন্ট করেন দেওয়া হবে। এ সময় ওই ব্যবসায়ীর সন্দেহ সৃষ্টি হয়। এক পর্যায়ে যুবতী টাকা নিয়ে আসার কথা বলে সটকে পরে। কিছুক্ষণ পর একই এলাকার শাওন ট্রের্ডাস টেলিকমের দোকান যান। সেখানে দোকানের মালিক কুতুব উদ্দিন কে তার দেশের বাড়ীতে ২৫ হাজার টাকা পাঠানো জন্য বলে। তার কথা মতে কুতুব উদ্দিন টাকা সেন্ট করে দেয়। এর পর ওই যুবতীর কাছে টাকা চাইলে একই কৌশল অবলম্বন করতে থাকে। মালিকের সন্দেহ হয় সে একজন ধান্ধাবাজ। স্থানীয় লোকজন কে নিয়ে দোকানে আটক করে রাখা হয়। বিকালে ২৩ হাজার টাকা বিকাশে ফেরত এনে মুছলেখা দিয়ে মুক্তি পায়। অভিযোগ উঠেছে এ রকম ধান্দা অনেক যুবতীরাই শুরু করেছে। এর পরও ব্যবসায়ীরা সর্তক হচ্ছে না। প্রায়ই এরকম ঘটনা ঘটছে।