Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মাধবপুরে ফেনসিডিল ও মদসহ ৩ যুবক আটক

রিফাত উদ্দিন, মাধবপুর থেকে ॥ মাধবপুরে ফেনসিডিল ও মদসহ ৩ যুবককে আটক করেছে পুলিশ ও বিজিবি। আটককৃতরা হচ্ছে-চুনারুঘাট উপজেলার সাতছড়ি চা বাগান সীমান্তবর্তী এলাকার রঞ্জিত ও মহেশ্বর এবং ভান্ডারুয়া গ্রামের ইয়াকুব আলীর পুত্র আক্তার হোসেন। গতকাল শনিবার সকালে পুলিশ ফাঁড়ির অদূরে শাহেনা স্কুলের সামনে থেকে ২৪ বোতল ফেনসিডিলসহ তাদের গ্রেফতার করা হয়। এব্যাপারে এএসআই কামরুল ইসলাম বাদি হয়ে মাধবপুর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করেছেন।
অপরদিকে মাধবপুর উপজেলার সীমান্তবর্তী ভান্ডারুয়া এলাকা থেকে ৪৮ বোতল ভারতীয় মদসহ এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৫৫ ব্যাটালিয়নের  অধিনায়ক লে. কর্নেল সাজ্জাদ হোসেন জানান, শুক্রবার গভীর রাতে গোপন সুত্রে খবর পেয়ে মনতলা সীমান্ত ফাঁড়ির নায়েব সুবেদার মেছবাহুর রহমানের নেতৃত্বে বিজিবি সদস্যরা ওই এলাকায় অভিযান চালিয়ে ৪৮ বোতল ভারতীয় মদসহ ভান্ডারুয়া গ্রামের ইয়াকুব আলীর পুত্র আক্তার হোসেন (৩২)কে আটক করে। এব্যাপারে নায়েক সুবেদার মেজবাহুর বাদি হয়ে আক্তার হোসেন, জামাল মিয়া, ও মাশিক মিয়ার বিরুদ্ধে মাধবপুর থানায় মামলা দায়ের করেছেন।