Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে রাস্তা নির্মাণে দুর্নীতি ॥ কাজ বন্ধ করে দিয়েছে বিক্ষুব্ধ জনতা

এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ-টুকের বাজার সড়কের রাস্তা পাকাকরণে নিম্নমানের কাজের অভিযোগে কাজ বন্ধ করে দিয়েছে বিক্ষুব্ধ এলাকাবাসী। গতকাল শুক্রবার সকালে কাজ বন্ধ করে দিয়ে রাস্তায় বিক্ষোভ করে সঠিকভাবে নির্মাণ কাজ করার দাবী জানান বিক্ষুব্ধরা। অন্যথায় কাজ করতে দেয়া হবে না বলেও ঘোষনা দেয়া হয়েছে। খবর পেয়ে উপজেলা নির্বাহী প্রকৌশলী সৈয়দ সইদুর রহমান ঘটনাস্থলে গিয়েও কোন সুরাহা করতে পারেন নি বলে জানা গেছে।
এলাকাবাসী জানান, উপজেলার করগাঁও ইউনিয়নের নবীগঞ্জ-টুকের বাজার সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় থাকায় জন চলাচলে মারাত্মক দূর্ভোগ সৃষ্টি হয়। স্থানীয় সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান, পৌর মেয়র এবং স্থানীয় ইউপি চেয়ারম্যানের প্রচেষ্টায় রাস্তাটি পাকাকরণের টেন্ডার দেয়া হয়। টেন্ডার গ্রহণ করে ঠিকাদারী প্রতিষ্ঠান নিম্নমানের কাজ শুরু করে। এ ব্যাপারে সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠানকে বলার পরও কোন কর্ণপাত করেনি। এতে এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। গতকাল শুক্রবার সকালে এলাকার শত শত জনতা রাস্তায় নেমে আসেন এবং নির্মাণ কাজ বন্ধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। খবর পেয়ে উপজেলা নির্বাহী প্রকৌশলী ঘটনাস্থলে গিয়ে বিক্ষুব্ধ জনতাকে টেন্ডারের সিডিউল কপি নিয়ে বিকালে সমাধানের আশ্বাস দেন। কিন্তু তিনি বিকালে না যাওয়ায় রাস্তার কাজ বন্ধ রয়েছে। এলাকাবাসী জানান, নির্বাহী প্রকৌশলী নির্মাণ কাজে কিছুটা অনিয়ম হয়েছে মর্মে স্বীকার করে কাজের গুণগত মান ভাল করার আশ্বাস প্রদান করেন। এ ব্যাপারে সংশ্লিষ্ট ঠিকারের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তার মোবাইল ফোনের সুইচ অফ পাওয়া যায়।