Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মাধবপুরে মেয়র, কাউন্সিলর ও ব্যবসায়ীর নিকট চাঁদা দাবি নিরাপত্তা চেয়ে থানায় জিডি

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুর পৌরসভার মেয়র হীরেন্দ্র লাল সাহা, কাউন্সিলর দুলাল মোদক ও দুই ব্যবসায়ীর নিকট মোটা অংকের চাঁদা দাবী করা হয়েছে। ২১ জুন রাতে অবসরপ্রাপ্ত মেজর পরিচয় দিয়ে জনৈক ব্যক্তি পার্টির চাঁদা বাবদ মোবাইল ফোনে চাঁদা দাবী করেন। চাঁদা না দিলে স্ত্রী সন্তানসহ নিজেদের বড় ধরণের ক্ষতি হবে বলে হুমকি দিয়েছে ফোনদাতা। এ ঘটনায় মেয়র ও দুই ব্যবসায়ী গতকাল শুক্রবার সকালে মাধবপুর থানায় জীবনের নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরী করেছেন।
জিডি সূত্রে জানা গেছে, গত ২১ জুন রাতে ০১৭৯৯৮২৭০৭৫ নাম্বার ফোন থেকে মেয়র হীরেন্দ্র লাল সাহার মোবাইল ফোনে (০১৭১৫২৪০৩১৬) অবসরপ্রাপ্ত মেজর জিয়াউল ইসলাম জিয়া পরিচয়ে জনৈক ব্যক্তি ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা না দিলে স্বামী স্ত্রী সন্তান ও তার ক্ষতি হবে বলে হুমকি দেয়। এর আগে একই দিন সন্ধ্যায় মেয়রের স্ত্রী এডভোকেট প্রীতি রানী দেবের মোবাইল ফোনে চাঁদা চেয়ে ভয়ভীতি দেখানো হয়। একই দিন মাধবপুর বাজারের ব্যবসায়ী মনোজ কুমার মোদক, কাজী আক্তার উদ্দিন ও কাউন্সিলর দুলাল মোদকের কাছে একই কায়দায় ওই পরিচয়ে চাঁদা চেয়ে হুমকি দেয়া হয়। খবরটি ব্যবসায়ীদের মধ্যে ছড়িয়ে পড়লে আতংক দেখা দেয়। জিডিতে মেয়র উল্লেখ করেন, মাধবপুর পৌরসভার সরকারি খাস জায়গা কুক্ষিগত করার বিপক্ষে বিভিন্ন সভা সেমিনারে সরকার ও জনগণের পক্ষে তিনি কথা বলায় ভূমিদস্যু বলে খ্যাত মাধবপুরের মুক্তিপদ রায় সন্ত্রাসী চক্র নিয়োগ করে এ ধরণের হুমকি দেয়া হচ্ছে। জিডির সত্যতা নিশ্চিত করে ডিউটি অফিসার এসআই মাসুদুজ্জামান জানান, জিডি ৩ টির ঘটনায় এসআই মমিনুল ইসলাম তদন্ত করছেন।