Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী দিবস উদযাপন

স্টাফ রিপোর্টার ॥ ‘আসুন আমরা মাদকমুক্ত অর্থবহ জীবন, সম্প্রদায় ও সত্ত্বার বিকাশ নিশ্চিত করি’ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে হবিগঞ্জে মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল শুক্রবার সকালে জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে। শুক্রবার সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দিলীপ কুমার বণিকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সাবিনা আলম। আলোচনায় অংশ নেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ আবদুর রউফ, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব সফিউল আলম, এডিএম শাহিনা ফেরদৌসী, অতিরিক্ত পুলিশ সুপার শহীদুল ইসলাম, জেলা মৎস্য কর্মকর্তা আশরাফ উদ্দিন আহমেদ, নির্বাহী ম্যাজিস্ট্রেট শাফায়াত জামিল, উম্মে কুলসুম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তত্ত্ব¡াবধায়ক আব্দুল ওয়াহেদ চৌধুরী, পরিদর্শক নজিব আলী, অ্যাডভোকেট শাহ ফখরুজ্জামান, হবিগঞ্জ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা ডা. মো. ছুরত আলী তরফদার, অধ্যক্ষ মো. আনোয়ার আলী, উপাধ্যক্ষ ডা. মো. আব্দুল ওয়াহেদ চৌধুরী এবং কলেজ ছাত্র মোস্তাফিজুর হোসেন প্রমুখ।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।