Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

সিকান্দরপুর গ্রামে দুটি মসজিদ ও এক ব্যক্তির চিকিৎসায় ‘দারিদ্র বিমোচন ফাউন্ডেশন’র অনুদান

প্রেস বিজ্ঞপ্তি ॥ বানিয়াচং উপজেলার সিকান্দরপুর গ্রামে দুটি মসজিদ ও একজন অসহায় ব্যক্তির চিকিৎসার সাহায্যার্থে ২০ হাজার টাকা অনুদান দিয়েছে ‘দারিদ্র বিমোচন ফাউন্ডেশন’। ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা যুক্তরাষ্ট্র প্রবাসী ও খাগাউড়া ইউনিয়নের উজিরপুর হাজী বাড়ীর বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব মোঃ ওয়াহিদুর রহমানের উদ্যোগে এ অনুদানের টাকা বরাদ্দ দেয়া হয়। গতকাল শুক্রবার ‘দারিদ্র বিমোচন ফাউন্ডেশন’-এর ম্যানেজার মাওলানা ক্বারী শেখ মোঃ আব্দুল মজিদ সিকন্দরপুর জামে মসজিদের মোতাওয়াল্লী শেখ নজরুল ইসলাম সাহেবের কাছে ১০ হাজার টাকা এবং সুন্নী জামে মসজিদের মোতাওয়াল্লী হাজী আব্দুল মোছাব্বির তরফদার সাহেবের কাছে ৫ হাজার টাকা হস্তান্তর করেন। এ সময় ফাউন্ডেশনের পক্ষে উপস্থিত ছিলেন মোঃ এয়ার মিয়া, আব্দুল আওয়াল, শাহিনুর রহমান, খলিলুর রহমান, আব্দুল আলিম, সাবেক মেম্বার ফজলুর রহমান, মশিউর রহমান, ফুল মিয়া, আব্দুল সালাম, আব্দুল হান্নান, মর্তুজ আলী, সমর আলী, সোহেল মিয়া, আমিনুল হক, আব্দুল হাদী, আলী আহমদ, আরশ মিয়া, মাহমুদুল হক, ইমাম আব্দুল বাছিত, কবির হোসেন তরফদার, জোনাব আলী প্রমুখ। এছাড়াও সিকন্দরপুরের একজন অসুস্থ ব্যক্তির সুচিকিৎসার জন্য ৫ হাজার টাকা অনুদান দিয়েছে দরিদ্র বিমোচন উন্নয়ন ফাউন্ডেশন। উল্লেখ্য ‘দারিদ্র বিমোচন ফাউন্ডেশন’ দুঃস্থ মানুষের সেবা এবং ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। ‘দারিদ্র বিমোচন ফাউন্ডেশন’-এর প্রতিষ্ঠাতা যুক্তরাষ্ট্র প্রবাসী আলহাজ্ব মোঃ ওয়াহিদুর রহমান বলেন, আর্ত-মানবতার সেবায় এ প্রতিষ্ঠানের কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।