Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বায়তুল আমান জামে মসজিদ উদ্বোধনকালে এমপি আবু জাহির বায়তুল আমান জামে মসজিদ হবিগঞ্জে একটি মডেল হবে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর লাখাই আসনের সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির বলেন, রহমত, মাগফিরাত এবং নাজাতের মাস হচ্ছে রমজান। রমজান মানুষকে নৈতিক শিক্ষা দেয়। রমজান মাসে মানুষ সওয়াবের আশায় বেশী বেশী করে নামাজ এবং দান খয়রাত করে থাকে। অসহায় মানুষের পাশে দাড়ায়। আর মসজিদ হচ্ছে আল্লাহর ঘর, এই মসজিদকে যারা যত বেশী যতœ করবে আল্লাহ তাদের মার্যাদা তত বেশী বৃদ্ধি করবেন। রমজান মাস মানুষকে হিংসা বিদ্বেষ ভুলে ঐক্যের বন্ধন গড়ে তুলে। তিনি আরও বলেন, বর্তমান শেখ হাসিনার সরকার এই বায়তুল আমান জামে মসজিদে উল্লেখযোগ্য পরিমাণ সহায়তা প্রদান করেছেন। তাছাড়া আপনারা যেভাবে সহযোগিতা করছেন সেই সহযোগিতা অব্যাহত থাকলে এই মসজিদ হবিগঞ্জে একটি মডেল মসজিদ হিসেবে থাকবে। তিনি গতকাল বিকালে শহরের বায়তুল আমান জামে মসজিদের শুভ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। বিশেষ অথিতি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য এডভোকেট আব্দুল মজিদ খান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মোঃ আলমগীর চৌধুরী, লাখাই উপজেলা চেয়ারম্যান এডভোকেট মুশফিউল আলম আজাদ, জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিম, পৌর আওয়ামীলীগ সভাপতি এডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ, সাধারণ সম্পাদক ও চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট মোতাচ্ছিরুল ইসলাম, পিপি আকবর হোসেন জিতু, বিশিষ্ট মুরব্বী ডাঃ সিদ্দিক আলী, মার্চেন্ট এসোসিয়েশনের সভাপতি মোঃ রইছ মিয়া, দৈনিক খোয়াই সম্পাদক আলহাজ্ব শামীম আহসান, প্রেসক্লাবের সাবেক সভাপতি ফজলুর রহমান ও হারুনুর রশীদ চৌধুরী সহ শহরের গণ্যমান্য ব্যক্তিবর্গ।