Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মাধবপুরে প্রতিপক্ষের হামলায় আহত গর্ভবতী লিজার গর্ভপাত থানায় অভিযোগ দায়ের

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে প্রতিপক্ষের হামলায় আহত গর্ভবতী লিজা আক্তার (২৪) এর গর্ভপাত ঘটেছে। গর্ভের সন্তান নষ্ট হয়ে গেছে। এ ব্যাপারে লিজার স্বামী মঈন ভূঁইয়া শাহীন মাধবপুর থানায় ২২ জুন একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে উপজেলার চৌমুহনী ইউনিয়নের আলাবক্সপুর গ্রামের ইদ্রিস ভূঁইয়ার ছেলে মঈন ভূঁইয়া শাহিন (৩৫) ও একই গ্রামের আব্দুল মোত্তালিবের ছেলে রুবেল মিয়ার মধ্যে বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে গত ১৫ জুন সোমবার রাত ৮টার দিকে রুবেল মিয়া ও তার লোকজন শাহিনের বাড়ি-ঘরে হামলা চালায়। এসময় তারা ভাংচুর ছিনতাইসহ শাহিনের গর্ভবতী স্ত্রী লিজাকে মারপিটে আহত করে। পরে লিজাকে তার আত্মীয়-স্বজনরা উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য-কমপ্লেক্সে ভর্তি করে। আঘাত জনিত কারণে রক্তক্ষরণ বন্ধ না হলে ১৭ জুন লিজাকে একজন গাইনী বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শের জন্য মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও পরামর্শ দেন। ১৭ জুন সন্ধ্যায় লিজাকে বি-বাড়িয়া সদর হাসপাতালে গাইনী বিশেষজ্ঞ ডাঃ ফৌজিয়া আক্তারের নিকট নিয়ে গেলে তিনি পরীক্ষা নীরিক্ষার পর লিজার ইনকমপ্লিট গর্ভপাত হয়েছে বলে মতামত দেন। এদিকে গত ১৫ তারিখ হইতে প্রতিপক্ষের হুমকি ও ফের হামলার আশংকায় শাহীন ও তার পরিবার এখনো বাড়ি ছাড়া। অভিযোগের বিষয়টি ২৩ জুন মাধবপুর থানার উপ-পরিদর্শক মাসুদুর রহমান তদন্ত করেন। তিনি জানান, ঘটনার সত্যতা পাওয়া গেছে। তবে বিষয়টি সালিসে নিষ্পত্তির জন্য স্থানীয় ইউপি সদস্য ২ দিনের সময় চেয়ে নেন।