Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে বিলাস বহুল বাড়িতে পুলিশের অভিযান ॥ ৩ খদ্দের ও ২ পতিতা আটক ভ্রাম্যমান আদালতে জরিমানা

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে একটি বিলাস বহুল বাড়িতে অনৈতিক কাজে লিপ্ত থাকার দায়ে আটক ৩ খদ্দের ও ২ পতিতাকে অর্থ দণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। অর্থদণ্ডপ্রাপ্ত ২পতিতা হচ্ছে-উপজেলার এনাতাবাদ এলাকার জাহেরা বেগম ও মৌলভীবাজার এলাকার পারভিন বেগম। পারভিন বেগম ৩ বছরের এক মেয়ে সন্তানের জননী এবং ওই মেয়ে তার সাথেই ছিল। ৩ খদ্দের হচ্ছে-উপজেলার কুর্শি ইউনিয়নের রাইয়াপুর আদর্শ গ্রামের ইছরাক উল্লার ছেলে খালিক মিয়া (৩২), পার্শ্ববর্তী তাহিরপুর গ্রামের আঃ রউপের ছেলে বারিক মিয়া (৩৫) ও কাদমা গ্রামের হাজী আব্দুল্লার ছেলে মহসিন মিয়া (৩০)। গত মঙ্গলবার দিবাগত গভীর রাতে উপজেলার বাংলাবাজারের নিকটস্থ মিনি পতিতালয় হিসেবেই ব্যবহৃত এক লন্ডন প্রবাসীর বিলাস বহুল বাড়ি থেকে তাদেরকে হাতেনাতে আটক করে পুলিশ। গতকাল বুধবার সকালে ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসেনের কার্যালয়ে তাদের হাজির করা হলে ৩ খদ্দের ও ২ পতিতাকে ৫শ টাকা করে জরিমানা অনাদায়ে ২ দিনের সাজা  প্রদান করেন। এলাকাবাসী জানান, উপজেলার কুর্শি ইউনিয়নের বাংলাবাজারের নিকটস্থ লন্ডন প্রবাসী লুৎফুর রহমানের মালিকানাধীন বিলাস বহুল বাড়িটি দীর্ঘদিন ধরে পতিতালয় হিসেবেই ব্যবহৃত হয়ে আসছিল। গত মঙ্গলবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানার এস আই নজরুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালায় ওই বাড়িতে। অভিযানকালে উল্লেখিত ৩ খদ্দের ও ২ পতিতাকে অনৈতিক লিপ্ত থাকাবস্থায় হাতেনাতে আটক করা হয়। খদ্দের ও পতিতারা নগদ ৫শত টাকা করে জরিমানা দিয়ে মুক্তি পায়।