Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

আউড়া গ্রামের কুটিজান বিবি হত্যা মামলা ॥ ৪ জনের যাবজ্জীবন ১৪ জনের কারাদণ্ড

পাবেল খান চৌধুরী ॥ হবিগঞ্জ সদর উপজেলার তেঘরিয়া ইউনিয়নের আউড়া গ্রামের কুটিজান বিবি হত্যা মামলায় ৪জনকে যাবজ্জীবন ও ১৪ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হচ্ছে-হবিগঞ্জ সদর উপজেলার তেঘরিয়া ইউনিয়নের আউড়া গ্রামের মোতাব্বির, সুলতান, আলী হায়দার ও গফুর। এছাড়া প্রত্যেককে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড অনাদায়ে আরো ৬মাস করে দণ্ড দেয়া হয়েছে।
এদিকে মামলার সাক্ষীদের মারপিট করে জখম করার অভিযোগে আসামি ফরিদ মিয়া, সোহাগ মিয়া, মালেক, দুলাল, ফুল মিয়া, কাইয়ুম ও রমিজ মিয়াকে তিন বছর করে সশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে ছয় হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো তিন মাস কারাদণ্ড দেওয়া হয়েছে। আসামি সিতার, শহীদ, ওয়াহিদ, আহাদ, শফিক, তৈয়ব আলী ও নায়েব আলীকে এক বছর করে কারাদণ্ড এবং প্রত্যেককে তিন হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো দুই মাস কারাদণ্ড প্রদান করা হয়েছে। অভিযোগ প্রমাণিত না হওয়ায় ৪৫ আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। গতকাল বুধবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাফরোজা পারভীন আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
মামলার বিবরণে প্রকাশ, আউড়া গ্রামে পূর্ব বিরোধের জের ধরে ফুল মিয়ার বাড়িতে ২০১২ সালের ২ আগস্ট দিবাগত রাত ২টায় একদল লোক ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। তাদের হামলায় ফুল মিয়ার মা কুটিজান বিবিসহ কয়েকজন আহত হন। গুরুতর আহত কুটিজান বিবিকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে একদিন পর ৪ আগস্ট তিনি মারা যান। এ ব্যাপারে ফুল মিয়া বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করলে পুলিশ তদন্ত করে ৬৩ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। চাঞ্চল্যকর হিসেবে মামলাটি এক পর্যায়ে সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানো হয়। কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে বিচার শেষ না হওয়ায় তা পুনরায় হবিগঞ্জ অতিরিক্ত দায়রা জজ আদালতে বিচারের জন্য পাঠানো হয়। রাষ্ট্রপক্ষে ২১ জন সাক্ষীর স্বাক্ষ্য ও জেরা পর্যালোচনার পর বিচারক গতকাল মামলার রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন এডিশনাল পিপি এ্যাডভোকেট আব্দুল আহাদ ফারুক এবং আসামি পক্ষে মামলা পরিচলনা করেন এ্যাডভোকেট চৌধুরী আশরাফুল বারী নোমান।