Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মাধবপুর পৌরসভার ১৯ কোটি টাকার বাজেট

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুর পৌরসভার ২০১৫-২০১৬ অর্থ বছরে নতুন করারোপ ছাড়া ১৯ কোটি ১১ লাখ ৫৩ হাজার ৩শ ৫৬ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। গতকাল বুধবার সকালে উপজেলা সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনের মাধ্যমে পৌর মেয়র হীরেন্দ্র লাল সাহা এ বাজেট পেশ করেন। বাজেটে ব্যয় দেখানো হয়েছে ১৮ কোটি ৯৯লাখ ৯৬ হাজার ৪শ ৩৪ টাকা। উদ্বৃত্ত দেখানো হয়েছে ১১ লাখ ৫৬ হাজার ৯শ ২২ টাকা। বাজেটে অবকাঠামো উন্নয়নে ১১ কোটি ৮১ লাখ টাকা সর্বোচ্চ ব্যয় ধরা হয়েছে। এছাড়া পৌর ভরনের ভূমি অধিগ্রহন ও ভবন নির্মাণে ২ কোটি ৭৫ লাখ টাকা এবং বাস টার্মিনাল নির্মাণে ১ কোটি ৬০ লাখ টাকা উন্নয়ন ব্যয় ধরা হয়েছে। বাজেট সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল ইসলাম ও ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ। পৌর সচিব মোঃ ফারুকের পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সুকোমল রায়, প্রেসক্লাব সভাপতি আলাউদ্দিন আল রনি, সাংবাদিক রোকন উদ্দিন লস্কর,আইয়ুব খান, শংকর পাল সুমন, আবুল হোসেন সবুজ, রাজীব দেবরায় রাজু, ব্যবসায়ী ওসমান খান, মুক্তিযোদ্ধা রতিরঞ্জন দাস, আরজু মাষ্টার, কাউন্সিলর গোলাপ খান, নির্বাহী প্রকৌশলী রতœাংকুর দাস, হিসাব রক্ষক উজ্জল দেব প্রমুখ।