Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মাধবপুর সোনাই নদীতে পাম্প দিয়ে বালু উত্তোলন মসজিদ নদীগর্ভে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরের সোনাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। এতে কমলানগরের জামে মসজিদসহ আশপাশের ঘরবাড়ি ও জমি নদীগর্ভে বিলীন হওয়ার উপক্রম হয়েছে। এ ব্যাপারে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে অভিযোগ দেয়া হয়েছে।
অভিযোগে প্রকাশ, পংকজ সাহা নামে জনৈক ব্যক্তি মনতলা বালু মহালটি ১৪২১ বাংলা সনের ৩০ চৈত্র হতে ১৪২২ বাংলা সন পর্যন্ত ইজারা গ্রহণ করেন। লীজ গ্রহণের পরে ওই মহালের ৪০ শতাংশ একই এলাকার আরিফুল ইসলাম আরিফ, সরোয়ার হোসেন টিটু, শাহ মো: মুসলিম এর সাথে চুক্তিবদ্ধ হন পংকজ সাহা। ২ বছর মেয়াদের চুক্তি করার পর এক বছর সুষ্ঠুভাবে সবাই মিলে ব্যবসা করেন। পরবর্তীতে পংকজ সাহা অংশীদারদের বাদ দিয়ে এককভাবে মনতলা বালু মহালটি নিজের দখলে নিয়ে নেন। এদিকে পংকজ সাহা তার অংশীদারদের সাথে কোনরূপ যোগাযোগ না করে তার লোকজন দিয়ে মনতলা বালু মহালের নাম ভাঙ্গিয়ে সোনাই নদী থেকে অবৈধভাবে পাম্প মেশিন দিয়ে বালু উত্তোলন শুরু করেন। এই নদী থেকে বালু উত্তোলনের ফলে নদীর পাশে অবস্থিত মসজিদ, ঘরবাড়িসহ জমি নদীগর্ভে বিলীন হওয়ার উপক্রম হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী।