Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

রোযা সামাজিক অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে

মুফতী এম এ মজিদ
ইসলাম মহান আল্লাহ পাক রাব্বুল আলামিনের প্রদত্ত মনোনীত ধর্ম। পৃথিবীতে ইসলামই হচ্ছে একমাত্র শান্তির ধর্ম। আর পৃথিবীর সভ্যতার সূচনাও করেছে ইসলাম। ইসলাম কখনো অন্যায়কে সমর্তন করে না। প্রতিটি মানুষই সমাজে শান্তিতে বসবাস করতে চায়। সমাজের কোন মানুষ যেন অপরাধ করে সামাজিক শান্তি ও শৃংখলা নষ্ট না করে এটাই সকলের কাম্য। তবুও সমাজের কিছু মানুষ এসব অপরাধে লিপ্ত হয়। ফলে সামাজিক শান্তি বিঘিœত হয়। সমাজে যাতে অপরাধ সংঘটিত না হয় সে লক্ষ্যে ইসলাম সমাজকে কুলষমুক্ত ও পরিচ্ছন্ন রাখতে চায়। ইসলাম বলে প্রতিটি নাগরিক যাতে স্বীয় পরিশ্রমলব্দ আয়ের মাধ্যমে জীবিকা নির্বাহ করতে সক্ষম হয় এবং প্রয়োজনীয় নাগরিক অধিকার ভোগ করতে পারে। সে
রূপ ব্যবস্থা নিশ্চিত করতে হবে। নারী-পুরুষের অবাধ মিল ও যৌনচার প্রবৃত্তি উদ্দীপক  সংস্কৃতির প্রচার ও প্রসার বোধ করে ব্যাভিচারের পথ রুদ্ধ করা প্রয়োজন।
সৎকাজের আদেশ ও অসৎকাজের নিষেধের দ্বারা জারী রাখতে হবে। পরিনিন্দা, পরচর্চা বন্ধ করার লক্ষ্যে মানুষের নৈতিক চরিত্রের উন্নয়ন করতে হবে। পরকালে আল্লাহর নিকট এ জন্য তাকে জবাবদিহি করতে হবে এবং পরকালের শাস্তি ইহকালের শাস্তির চেয়ে অনেক ভয়াবহ ও স্থায়ী এই বোধ সৃষ্টির দ্বারাই কেবল অপরাধের মাত্রা ন্যূনতম পর্যায়ে কমিয়ে আনা সম্ভব। এক এক করে সমাজ থেকে অপরাধ সংঘটনের সকল সম্ভাবনা দূরভূতি ও ব্যক্তি চরিত্রের উন্নয়ন সাধনের মাধ্যমেই অপরাধ দমন করা যেতে পারে।
অতসব ব্যবস্থা গ্রহণের পরও যদি কোন ব্যক্তি অপরাধ করে বসে, তবে ইসলাম তাকে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করবে। আসুন, আমরা সবাই মিলে রোযার চেতনায় সমাজে শান্তির গান গাই।
লেখক
আলহাজ্ব মুফতী মোহাম্মদ আব্দুল মজিদ
খতিব-হবিগঞ্জ কেন্দ্রীয় সুন্নী জামে মসজিদ
মোবাইল ঃ ০১৭১১-৮৫১৪০৬