Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হিলারী ক্লিনটনের নির্বাচনী প্রচারণায় মূখ্য ভূমিকায় এটর্নী মঈন চৌধুরী

নিউইয়র্কের কুইন্সে অবস্থিত টেরেস অন দ্যা পার্কে গত ১ জুন, সোমবার বেলা ২টায় ‘হিলারী ফর আমেরিকা’ শিরোনামে নিউইয়র্কে বসবাসরত নির্ধারিত প্রায় একশত বিশিষ্ট ব্যক্তির উপস্থিতিতে এক অনারম্বর ফান্ড রেইজিং-মধ্যাহ্ন ভোজ ও কুশলাদি বিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনানুষ্ঠানিকভাবে কংগ্রেসম্যান জোসেফ ক্রাউলির সভাপতিত্বে ও কংগ্রেসম্যান গ্রেসম্যাং এর পরিচালনায় অনুষ্ঠানে আসন্ন ২০১৬ সালে যুক্তরাষ্ট্রের নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থী হিলারী ক্লিনটন উপস্থিত কমিটির সদস্য ও অতিথিদের কাছে তার নির্বাচনের লক্ষ্য ও উদ্দেশ্য বিশদভাবে ব্যাখ্যা করেন। হিলারী ক্লিনটন তাঁর বক্তব্যে উল্লেখ করেন, “আমি যদি ২০০৮ সালে তৃতীয় বিশ্বের কোন রাজনৈতিক দলে এইভাবে প্রাথমিক নির্বাচনে পরাজিত হতাম তাহলে হয়ত আমার প্রতিদ্বন্দ্বি বিজয়ী প্রার্থীর সাথে একসাথে কাজ করা সম্ভব হতনা। অথবা বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হত। কিন্তু আমেরিকার গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হওয়ায় যখন নির্বাচিত প্রেসিডেন্ট বারাক ওবামা আমাকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রনালয়ের দায়িত্ব নিতে অনুরোধ করেন তখন ইচ্ছা না থাকা সত্ত্বেও আমি দেশকে ভালবাসি বিধায় সানন্দ চিত্তে দায়িত্ব গ্রহণ করি। এবার ২০১৬ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে আমি প্রার্থী হচ্ছি। কারন আমি আমার দেশ আমেরিকাকে ভালবাসি এবং আমার পূর্ব অভিজ্ঞতায় যুক্তরাষ্ট্রের জনগণকে সর্বোচ্চ সেবা দিতে সক্ষম হব। উক্ত অনুষ্ঠানে কমিটির সদস্যের মধ্যে উপস্থিত ছিলেন- কুইন্স বোরো প্রেসিডেন্ট মেলিন্ডাক্যাটজ, কংগ্রেশনাল প্রকেমেশনপ্রাপ্ত এক্সিডেন্ট কেইসেস ও ইমিগ্রেশন বিষয়ে অভিজ্ঞ যুক্তরাষ্ট্র সুপ্রীম কোর্টের লাইসেন্সপ্রাপ্ত বিশিষ্ট এটর্নী এট ল’ মঈন চৌধুরী, মাইক সুইনি, ওয়ালটার সুয়েট প্রমুখ। স্বাগত বক্তব্যের পর হিলারী ক্লিনটন উপস্থিত অতিথিদের সাথে ব্যক্তিগত কুশলাদি বিনিময় করেন। উল্লেখ্য, আমেরিকার অভিজ্ঞ এটর্নী মঈন চৌধুরী লাখাই উপজেলার কাটিহারা গ্রামের প্রাক্তন পুলিশ কর্মকর্তা মরহুম আলহাজ্ব আব্দুল মতিন চৌধুরীর ষষ্ঠ ছেলে।