Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া হত্যা মামলা ॥ গউছের জামিন না মঞ্জুর ৬ জুলাই পরবর্তী শুনানী

স্টাফ রিপোর্টার ॥ সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলার শুনানীর তারিখ ৬ জুলাই নির্ধারণ করেছে সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনাল। গতকাল মামলাটি আমলে নিয়ে শুনানীর তারিখ নির্ধারণ করেন দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মনির আহমদ পাটোয়ারি। এদিকে অসুস্থার কারণে আরিফকে আদালতে হাজির করা হয়নি কারান্তরীন সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীকে। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকেও গতকাল আদালতে হাজির করা হয়নি। তাদের অনুপস্থিতিতেই মামলার শুনানীর তারিখ নির্ধারিত হয়। তবে মামলার ২২ জন হরকাতুল জিহাদের শীর্ষ নেতা মুফতি আব্দুল হান্নান ও হবিগঞ্জ পৌরসভার মাবেক মেয়র জি কে গৌছসহ অন্য ২০ জন আসামীকে ট্রাইব্যুনালে হাজির করা হয় এবং তাদের জন্য জামিনের আবেদন করলে জামিন না মঞ্জুর হয়।  সিলেট জজ আদালতের পাবলিক প্রসিকিউটর এডভোকেট মিসবাহউদ্দিন সিরাজ জানান, আজ (গতকাল) সকাল ১০টার দিকে মামলাটি আমালে নিয়ে শুনানীর তারিখ নির্ধারণ করেন আদালত। এর আগে গত ২ জুন হবিগঞ্জ জেলার জ্যেষ্ঠ বিচারিক হাকিম নিশাত সুলতানার আদালত থেকে মামলাটি জেলা ও দায়রা জজ হবিগঞ্জ আদালতে পাঠানো হয়েছিল।
প্রসঙ্গত, ২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জের বৈদ্যের বাজারে জনসভায় গ্রেনেড হামলায় আওয়ামী লীগ নেতা ও সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়াসহ পাঁচজন নিহত হন। এ ঘটনায় জেলা আওয়ামী লীগের তৎকালীন সাংগঠনিক সম্পাদক ও বর্তমান সাধারণ সম্পাদক সংসদ সদস্য আব্দুর মজিদ খান বাদী হয়ে হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা দায়ের করেন। বর্তমানে এই মামলার চার্জশিটভুক্ত সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী ও হবিগঞ্জ পৌর মেয়র জিকে গৌছসহ ৩২ আসামির ১৪ জন কারান্তরীণ। জামিনে রয়েছেন ৮ জন। বাকিরা পলাতক।