Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মাধবপুরে বিদ্যুতের মিটার নিয়ে সংষর্ঘ ॥ আহত ২০

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুরে বিদ্যুতের মিটারের মালিকানা নিয়ে চাচাতো ভাইদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে মহিলাসহ ২০জন আহত হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। গতকাল রবিবার সকালের দিকে উপজেলার আন্দিউড়া ইউনিয়নের হাড়িয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনাটি ঘটে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ওই গ্রামের আয়েত আলী ও তার ভাই আবেদ আলী একই মিটার থেকে বিদ্যুত সংযোগ নিচ্ছিল। মিটারটি আয়েত আলীর নামে ছিল। এরই মধ্যে আয়েত আলী মারা যাওয়ার পর আবেদ আলী কৌশলে মিটারটি নিজের নামে নিয়ে যান। গতকাল আয়েত আলীর ছেলেরা মিটার থেকে বিদ্যুত সংযোগ নিতে চাইলে আবেদ আলীর ছেলেরা বাধা দেয়। এ নিয়ে উভয়ের মধ্যে সংঘর্ষ বাধে। সকাল ৭ টা থেকে শুরু হয়ে কয়েক দফায় সংঘর্ষে উভয় পক্ষের মহিলাসহ ২০ জন আহত হন। খবর পেয়ে মাধবপুর পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা মনির হোসেন জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত ও স্বাভাবিক রয়েছে।
আহতদের মধ্যে আহাদ মিয়া (২৫), আলামিন (২৫), ইউসুফ (২২), আবেদ (৪৫), রমজান (২০), স্বপ্না (৩০), সুলেমা (৪০), আফিয়া (৩৫), হেলেনা (৩০), রহিমা (২৩), মুল্লুক চান (৪৫), হামিদা (৩৫) ও আয়েশা (৫৫)কে মাধবপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।