Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

তারাবীহ পড়লে পূর্ববর্তী সকল গুনাহ মাফ করে দেওয়া হবে

মুফতী এম এ মজিদ
পবিত্র রামাদ্বানাল মোবারক মাসে তারাবীহ এর নামায আদায় করা মুসলমাদের জন্য অতীব জরুরী বিষয়। রমদ্বান মাসে এশার নামাযের পর বিতর এর নামাযের পূর্বে বিশ রাকাত তারাবীহ এর নামায একা বা জামাতের সাথে আদায় করতে হয়। এর নাম সুন্নাতে মুয়াক্কাদাহ্। এ নামায দু’রাকাত দু’রাকাত করে নিয়ত করে আদায় করতে হয়। চার রাকাতের পর দোয়া পড়তে হয়।
রাসুল (সাঃ) রমদ্বানে তারাবীহ এর নামায পড়তে উৎসাহিত করতেন বলেন, যে কেউ ঈমান সহকারে ও ছওয়াব হাসিলের উদ্দেশ্যে যদি রমদ্বানে তারাবীহ পড়বে তার পূর্ববর্তী সকল গুনাহ মাফ করে দেওয়া হবে। অন্য জায়গায় নবীজী বলেন, যা কিতাবে পাওয়া যায়। সে যেন মায়ের পেট থেকে নবজাতক শিশুর মত নিষ্পাপ হয়ে যায়।
উম্মুল মু’মিনীন হযরত আয়েশা (রাঃ) হতে বর্ণিত, রমদ্বানে রাসুল (সাঃ) মসজিদে নামায আদায় করলেন, অন্যান্য লোকেরাও নবীজীর সাথে নামায আদায় করলেন। পরবর্তী রাতেও নামাজ আদায় করলেন এবং বহু লোকের সমাগম হলো। কিন্তু এ রাতে রাসুল (সাঃ) বাড়ি থেকে তাদের কাছে আসলেন না। সকাল বেলা নবীজী বলেন, তোমাদের উপর এই নামায ফরজ করে দেওয়া হবে বলে আমি আশংকা করছিলাম, সে কারণেই আমি গত রাতে আসিনি। এ ঘটনাটি রমজান মাসেই সংঘটিত হয়েছিল। আমিরুল মোমিনিন হযরত ওমর (রাঃ) তাঁর শাসনকালে আলেম, ওলামা ও সাহাবীদের নিয়ে একটি পরামর্শ সভা করেন। সভায় স্থির হয়, তারাবীহ ২০ রাকাত নামায জামাত সহকারে আদায় করতে হবে। হযরত উসমান ও হযরত ওমর (রাঃ) সহ সকল সাহাবীগণ তারাবীর নামায ২০ রাকাতই আদায় করেছেন। কোন সাহাবী ভিন্ন মত পোষন করেন নি। তাই আমাদেরকেও ২০ রাকাতই আদায় করতে হবে। এর বিপরীত করা জায়েজ হবে না।
লেখক
খতিব, হবিগঞ্জ কেন্দ্রীয় সুন্নী জামে মসজিদ।
০১৭১১-৮৫১৪০৬