Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

কোন দেশে কত ঘণ্টা রোজা!

এক্সপ্রেস ডেস্ক ॥ বাংলাদেশে ১৫ ঘণ্টা রোজা রেখে অনেকেই হাঁপিয়ে উঠছেন। পিপাসায় কাতর হচ্ছেন অনেকে। কিন্তু বিশ্বের এমন দেশ রয়েছে যেখানে বাংলাদেশের চেয়ে ৬ ঘণ্টা বেশি রোজা রাখতে হচ্ছে। তার মানে ২৪ ঘণ্টার মধ্যে ২২ ঘণ্টাই কাটাতে হচ্ছে না খেয়ে। একবার কি চিন্তা করে দেখবেন তাদের অবস্থা কী? তাদের অবস্থা যাই হোক, সেখানকার মুসলমানরাও রোজা রাখছেন। হ্যাঁ ইউরোপীয় দেশ আইসল্যান্ডের মুসলমানদের রোজা রাখতে হচ্ছে টানা ২১ ঘণ্টা ৫৭ মিনিট। এখানে সেহরির শেষ সময় রাত ২টা ৩ মিনিট। আর ইফতার করতে হয় মধ্য রাতে। চলতি বছর আইসল্যান্ডের পর যে দেশের মুসলমানরা সবচেয়ে বেশি সময় রোজা রাখছেন সে দেশগুলো হলো, ডেনমার্ক ২১ ঘণ্টা, সুইডেন ও নরওয়ে ২০ ঘণ্টা, রাশিয়া ১৯ ঘণ্টা, বেলজিয়াম ও নেদারল্যান্ড ১৮.৩০ ঘণ্টা। রোজাদাররা নিচের হিসাবটা দেখলে অবাকই হবেন। কারণ যেখানে চলতি বছর ২২ ঘণ্টা লম্বা রোজা রাখতে হচ্ছে একই সময়ে মাত্র সাড়ে ৯ ঘণ্টা রোজা রাখছেন অনেকে দেশের মুসলমান। হিসাবে দেখা গেছে সবচেয়ে কম সময় রোজা রাখতে হচ্ছে আর্জেন্টিনার মুসলমানদের। তারা রোজা রাখছেন মাত্র সাড়ে ৯ ঘণ্টা। এছাড়া সর্বনিন্ম সময়ে রোজা রাখা দেশগুলোর মধ্যে রয়েছে, চিলি ৯ ঘণ্টা ৪৩ মিনিট,  অস্ট্রেলিয়া ১০ ঘণ্টা, দক্ষিণ আফ্রিকা ১০.৩০ ঘণ্টা এবং ব্রাজিলের মুসলমানরা ১১ ঘণ্টা রোজা রাখছেন।