Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

গোপায়া গ্রামের যুবককে ধরে নিয়ে যাওয়ার ঘটনায় সড়ক অবরোধ

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার গোপায়া গ্রামের এক যুবককে পুলিশ ধরে নিয়ে যাবার ঘটনায় ২ ঘন্টা সড়ক অবরোধ করে রাখে জনতা। এ ঘটনায় মিরপুর-শায়েস্তাগঞ্জ ও হবিগঞ্জ লাইনে যান চলাচল বন্ধ হয়ে যায়। এসময় একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয় বিক্ষুদ্ধ জনতা। পরে ওই যুবককে ছেড়ে দেয়া হয়। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার সহিদুল ইসলাম ঘটনাস্থলে যান। এ সময় তিনি অভিযুক্ত দুই পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলে জনতা অবরোধ তুলে নেয়। স্থানীয় সূত্রে জানা যায়, পুলিশ লাইনের দক্ষিণ দিকে গোপায়া গ্রামের দোকানদার আরিফ আহমেদের সাথে পুলিশ লাইনের দুই কনস্টেবল সোহাগ ও বোরহানের মাঝে কথা কাটাকাটি হয়। পরে বিষয়টি স্থানীয় লোকজন মিমাংসা করে দেন। এর কিছুক্ষণ পর ওই দুই পুলিশসহ ৩/৪ জন আরিফকে ধরে পুলিশ লাইনে নিয়ে যায়। তারা অভিযোগ করে বলেন, ওই পুলিশ সদস্যরা আরিফকে ধরে পুলিশ লাইনে নিয়ে মারধর করে। এ খবর পেয়ে গ্রামবাসী রাস্তা অবরোধ করে। এতে ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার শহীদুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে দায়ী পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন এবং আরিফকে ছেড়ে দেয়ার নির্দেশ দিলে পরিস্থিতি শান্ত হয়। এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার শহীদুল ইসলাম জানান, অভিযুক্ত দুই পুলিশ সদস্যের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।