Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মাধবপুরে বিজিবির সাড়াশি অভিযান দেড় লাখ টাকার ভারতীয় মদ উদ্ধার

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল শুক্রবার সকালে এগুলো উদ্ধার করা হয়। বিজিবি-৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাজ্জাদ হোসেন জানান, সকাল ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মনতলা সীমান্ত ফাঁড়ির নায়েক সুবেদার রাইমোহন ও মেছবাহবুর রহমানের নেতৃত্বে একদল বিজিবি সদস্য মাধবপুর উপজেলার রামনগর এলাকায় অভিযান চালান। এ সময় একটি পুকুর থেকে ৬৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
অপরদিকে সকাল ১০টায় মনতলা সীমান্ত ফাঁড়ির হাবিদার আব্দুল খালেকের নেতৃত্বে বিজিবি টহলদল সুরমা চা বাগান থেকে ১৯ বোতল ভারতীয় মদ উদ্ধার করে। একই সময়ে রাজেন্দ্রপুর সীমান্ত ফাঁড়ির হাবিলদার আব্দুর রউফের নেতৃত্বে একদল বিজিবি সদস্য চৈতন্যপুর এলাকায় অভিযান চালিয়ে ১০ বোতল ভারতীয় মদ উদ্ধার করে। অধিনায়ক লে. কর্নেল সাজ্জাদ হোসেন আরো জানান, মাদক ব্যবসায়ীরা বিজিবি’র অভিযান টের পেয়ে পালিয়ে গেছে। তাই কাউকে আটক করা যায়নি। বিজিবি অভিযানে উদ্ধার হওয়া মাদকের মূল্য প্রায় দেড় লাখ টাকা হবে বলে তিনি জানান।