Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

শহরের নায়েবের পুকুরের উচ্ছেদ অভিযান বেআইনী ঘোষনার দাবীতে আদালতে মামলা

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের নায়েবের পুকুরের উচ্ছেদ অভিযান বেআইনী ঘোষনার দাবীতে আদালতে মামলা দায়ের করা হয়েছে। একই সাথে উচ্ছেদকৃত ব্যক্তি মালিকানাধীন জায়গার শ্রেণী পরিবর্তন বা অন্য কোথায় লিজ বা সরকারী উদ্যোগে সীমানা প্রাচীর নির্মাণ না করারও আবেদন করা হয়েছে। হবিগঞ্জ সদরের সহকারী জজ আদালতে গত ৭ আগষ্ট ক্ষতিগ্রস্ত জমির মালিক মোঃ সাইদ মিয়া বাদী হয়ে এ মামলা দায়ের করেন। মামলায় হবিগঞ্জের জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) ও হবিগঞ্জ পৌরসভার মেয়রকে বিবাদী করা হয়েছে। গত ১৯ জুন তারিখে প্রশাসনের পক্ষ থেকে নায়েবের পুকুরের উচ্ছেদ অভিযান চালানো হয়। মামলার বাদী সাইদ মিয়ার দাবী তার পিতা হাজী ফয়জুর রহমান ১৭ নং জেএল এর সাবেক খতিয়ান নং ২৪৯০ ও বর্তমান খতিয়ান নং ৪০৮১, সাবেক দাগ নং ৫৭৮৭, বর্তমান দাগ নং ৯৪০ এ দোকান ও বাসা রকম ২ শতক ভূমির মালিক ছিলেন। পরবর্তীতে ওই জমির মালিক হন সাইদ মিয়া নিজে। ওই জমির তার নিজ নামে নামজারী রয়েছে। জমির খাজনা, পৌরকর পরিশোধ, বিদ্যুৎ ও গ্যাস সংযোগ নিয়ে প্রতি মাসে বিলও পরিশোধ করে আসছেন। সেখানে স্বাধীনতার পুর্ব থেকেই ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। বৈধ কাগজপত্র থাকার পরও প্রশাসনের উদ্যোগে গত ১৯ জুন সাইদ মিয়ার দোকান ঘর উচ্ছেদের নামে ভাংচুর করা হয়। সাইদ মিয়ার দাবী- বৈধ কাগজপত্র দেখানোর পরও প্রশাসন তাদের কোনো আবেদন নিবেদন শুনেনি। তিনি জানান- নায়েবের পুকুরের অবৈধ দখলদারদের উচ্ছেদে তার কোনো আপত্তি নেই। অবৈধ দখলদার উচ্ছেদের নামে বৈধ মালিকদের উচ্ছেদের বিরুদ্ধে ইতিমধ্যে আইনী পদক্ষেপ নিয়েছেন বলেও জানান সাইদ মিয়া। উল্লেখ্য, উক্ত বিষয়ে একই আদালতে মানিক লাল দাস বাদী হয়ে মামলা দায়ের করেছেন। স্বত্ব মামলা নং ১৩৭/১৩। মামলাটি বিচারাধীন রয়েছে।