Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জে নিত্য প্রয়াজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে রোজার প্রথম দিনে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের উর্ধ্বমূখি বাজারে ক্রেতাদের ভিড়। মনিটরিং কার্যক্রম না থাকায় লাগামহীন হয়ে পড়েছে বাজার। পবিত্র রমজান মাসে কৃত্রিম সংকট সৃষ্ঠির মাধ্যমে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি করেছে অসাধু ব্যবসায়ীরা। অধিক মোনাফা লোভী ব্যবসায়ীরা কেজিতে ৫ থেকে ২০ টাকার বেশি দাম বাড়িবে বিক্রি করছেন। ফলে নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে বাজার। মূল্য বৃদ্ধি হওয়ায় ভোক্তাদের মাঝে দেখা দিয়েছে হতাশা।
সরজমিনে হবিগঞ্জের বিভিন্ন বাজার ঘুরে দেখ যায় পেয়াজ প্রতি কেজি ২৮ টাকা থেকে বাড়িয়ে ৩৮ টাকা, মশুর ডাল ৮৫ টাকা থেকে বাড়িয়ে ৯৫/১০০ টাকা, আদা ৭০ টাকা থেকে বাড়িয়ে ১২০ টাকা, কাচাঁ মরিচ ৮০ টাকা থেকে ১৬০টাকা, শসা ২০ টাকা থেকে ৪০ টাকা, মুরগ ১৪০ থেকে ১৬০ টাকা, ছানা ৫৮ টাকা থেকে বাড়িয়ে ৭০ টাকায় বিক্রি করছেন ব্যবসায়ীরা। তাছাড়া অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যও বৃদ্ধি পেয়েছে। মূল্য বৃদ্ধি হওয়ায় ক্রেতা-বিক্রেতার মাঝে টানটান বাকবিতন্ডা চলছে। মুরগ ব্যবসায়ী শহিদ মিয়া জানান, অন্যান্য দিন আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিক্রি করেছি ৫০ থেকে ৬০ টি মুরগ, প্রথম রোজার দিনে সারা দিনে বিক্রি করেছি ২৫০টি। নিত্যদিনের চেয়ে কয়েকগুন চাহিদা বেড়ে যাওয়ায় খামারগুলোতে মুরগের সংকট দেখা দিয়েছে। আমরা বাহির থেকে বেশি মূল্যে কিনে আনতে হয় তাই কিছুটা বাড়িয়ে বিক্রি করতে হচ্ছে।