Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

সাংবাদিক তুহিনকে নিরাপত্তা দিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নির্দেশ

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের এসপি ও ডিসিকে  দৈনিক জনকন্ঠের হবিগঞ্জ সংবাদদাতা এবং জেলা স্বাক্ষী ও ভিকটিম সুরক্ষা কমিটির মেম্বার রফিকুল হাসান চৌধুরী তুহিনের নিরাপত্তা প্রদানের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তদন্ত সংস্থা। পাশাপাশি তুহিনের প্রাণনাশের হুমকিদাতাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতেও বলা হয়েছে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তদন্ত সংস্থা কর্তৃক গঠিত জেলা স্বাক্ষী ও ভিকটিম সুরক্ষা কমিটির মেম্বার, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি ও দৈনিক জনকন্ঠে কাজ করায় গত ৪ জুন দিবাগত রাত ১২ টা ৩৬ মিনিটে সাংবাদিক তুহিনকে অজ্ঞাত ব্যক্তি ৫ দিনের মধ্যে হত্যার হুমকি দেন। এরই প্রেক্ষিতে পরদিন ৫ জুন তুহিন তার পরিবারের নিরাপত্তা ও হুমকি দাতাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের দাবী জানিয়ে সদর থানায় একটি জিডি করেন। কিন্তু দীর্ঘ ১৪ দিন অতিবাহিত হলেও ওই জিডির তদন্তু শুরু হয়নি। বিষয়টি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তদন্ত সংস্থার দৃষ্টিতে আসে। এরই প্রেক্ষিতে সংশ্লিষ্ট তদন্ত সংস্থার প্রধান সমন্বয়ক আইজিপি মুহ. আব্দুল হান্নান খান পিপিএম গত ৯ জুন হবিগঞ্জের ডিসি ও এসপিকে পত্র দেন। যা হবিগঞ্জের জেলা ও পুলিশ প্রশাসনের নিকট হস্তগত হয় গত ১৪ জুন। এতে সাংবাদিক তুহিনের করা জিডির তদন্ত, হুমকি দাতাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন ও তার নিরাপত্তা বিধানের জন্য নির্দেশ দেয়া হয়।