Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মাধবপুরে ১৯ বালু পাচারকারীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে থানায় পত্র

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজলায় ইজারা বহির্ভূত বিভিন্ন ছড়া, নদী ও ফসলী জমি থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন করে পাচার করে যাচ্ছে একটি প্রভাবশালী মহল। অবৈধ ভাবে বালু উত্তোলন করায় পরিবেশ বিপর্যয়ের পাশাপাশি মোটা অংকের রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে সরকার। উপজেলার সোয়াবই, হরষপুর, শেউলিয়া, মনতলা, গাংগাইল, ও আফজলপুর চৌমুহনিসহ বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজার মেশিন দিয়ে ভূগর্র্ভ থেকে বালু উত্তোলন করায় ফসলী জমি ক্ষতিগ্রস্থ সহ পরিবেশ বিপর্যয়ের আশংকা  দেখা দিয়েছে। এ ব্যাপারে গত ১৬ জুন হবিগঞ্জের রেভিনিউ ডেপুটি কালেক্টর (আরডিসি) মোহাম্মদ নূরুজ্জামান ২০১০ সালের বালু ও মাটি ব্যবস্থাপনা আইনে অবৈধ বালু পাচারকারী হরষপুর অঞ্চলের ইব্রাহিম, আব্দুল আলী, মুখলেছ, দেলোয়ার, শেউলিয়া অঞ্জলের জহিরুল ইসলাম, শান্তি, আফজল পুরের শহিদ, আপন মিয়া, দূর্গানগরের শাহিন, ঘিলাতলীর মিয়াব আলী, কালিকাপুরের ফিরোজ, সাতবর্গের সুধীর দেবনাথ, চৌমুহনীর টিপু মিয়া, হরিণখোলার সোহেল মিয়া, কালিকাপুরের নাহিদ, শ্রীধরপুরের সেলিম, চৈতন্যপুরের বাবু, গোপিনাথপুরের জালাল মিয়া’সহ ১৯জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য মাধবপুর থানার অফিসার ইনচার্জকে একটি পত্র দিয়েছেন।
এ ব্যাপারে আরডিসি মোহাম্মদ নূরুজ্জামানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন-অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু ও প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য ওসি, ইউএনও ও সহকারী কমিশনার ভূমিকে পত্র দিয়েছি।
সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন-অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।
এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ মোল্লা মনির হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি পত্র প্রাপ্তির কথা স্বীকার করে বলেন, আইনগত ব্যবস্থা নেয়ার জন্য থানার এস.আই মমিনুল ইসলামকে তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে।