Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচংয়ে ২৫ মহল্লা শান্তি-শৃংখলা কমিটির ডাকা জনসভায় গ্যানিংগঞ্জ বাজারে সংঘটিত সংঘর্ষের ঘটনা শালিসে নিস্পত্তির প্রস্তাব মেনে নেয়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বানিয়াচংয়ে ২৫ মহল্লা শান্তি-শৃংখলা রক্ষা কমিটির ডাকে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে জাতুকর্ণপাড়া ঈদগাহ সংলগ্ন মাঠে কমিটির সভাপতি ও ৩নং ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমানের সভাপতিত্বে ও চার মহল্লা উন্নয়ন যুব সংঘের সাধারণ সম্পাদক সোহেল আহমেদ এবং শিক্ষক ছানাউল হক রুবেলের পরিচালনায় অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রিয়তোষ রঞ্জন দেব, সাবেক ইউপি চেয়ারম্যান হামিদুর রহমান খান, মোহাম্মদ আলী, জাতুকর্ণপাড়া ৪ মহল্লা ছান্দের সর্দার জাবাদ উল্লা, চান্দের মহল্লার সর্দার আমীর হোসেন নিয়াশা, দোয়াখানী মহল্লার সর্দার ও সাবেক ইউপি মেম্বার রমুজ উল্লা, ছিলাপাঞ্জা ছান্দের সর্দার বাদল ভট্টাচার্য, পাড়াগাও ছান্দের সর্দার সুরুজ উল্লা, পুরান বাগ ছান্দের সর্দার আফতাব উদ্দিন, মাওলানা মখলিছুর রহমান, ২৫ মহল্লা শান্তি রক্ষা কমিটির সাধারণ সম্পাদক কাজল চ্যাটার্জী, কোষাধ্যক্ষ মাসুদ উল্লা খান সাজ্জাদ, রাজনৈতিক নেতা মহিবুর রহমান বাবলু, বিশিষ্ট ব্যবসায়ী হাজী রৌশন আলী, চার মহল্লা সমাজ কল্যাণ যুব সংঘের সভাপতি সুবেদ আলী, চার মহল্লা উন্নয়ন যুব সংঘের সভাপতি ইউপি মেম্বার ধন মিয়া, অঙ্গীকার যুব সংঘের সভাপতি আবুল কাশেম প্রমূখ। এছাড়া উপস্থিত ছিলেন ঠাকুরপাড়া মহল্লার সর্দার আরফান উদ্দিন, যুগান্তরের বানিয়াচং উপজেলা প্রতিনিধি তোফায়েল রেজা সোহেল, মাওলানা হামিদুল ইসলাম, শাহাজাহান মিয়া, মতিউর রহমান রায়হান মিয়া, সামছুদ্দিন, এহিয়া খান, মোস্তফা মিয়া, নছিবুর রহমান, সোহাগ মিয়া, সানু মিয়া, নেহাল উদ্দিন ঠাকুর, আবেদ আলীসহ প্রত্যেক মহল্লার সর্দারবৃন্দ। সভায় গত রবিবার গ্যানিংগঞ্জ বাজারে বিএনপি নেতা মহিবুর রহমান বাবলু ও শেখ আমজাল হোসেনের হাতাহাতির জের ধরে জাতুকর্ণাড়া ৪ মহল্লা বনাম যাত্রপাশা মহল্লাবাসীর মধ্যে সংঘটিত সংঘর্ষের ঘটনা শালিসে নিস্পত্তির প্রস্তাব মেনে নেয়ার সিদ্ধান্ত  সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। পরে সিদ্ধান্ত শালিসানদের জানিয়ে দেয়া হয়। উল্লেখ্য, এই সংঘর্ষের ঘটনা শালিসে নিস্পত্তির জন্য ঘটনার পরদিন থেকে হবিগঞ্জ-২ আসনের এমপি এডভোকেট আব্দুল মজিদ খান, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন, ১নং ইউপির চেযারম্যান মিজানুর রহমান, ২নং ইউপির চেযারম্যান হায়দারুজ্জামান খান ধন মিয়াসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ প্রস্তাব দিয়ে আসছিলেন। জাতুকর্ণপাড়া ৪ মহল্লার উদ্যোগে ২৫ মহল্লা শান্তি-শৃংখলা রক্ষা কমিটির ডাকা গতকালের বিশাল জনসভার সিদ্ধান্তক্রমে উক্ত শালিসের প্রস্তাব মেনে নেয়া হয়।