Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মাধবপুর উপজেলা আওয়ামীলীগ নেতা তাজুল সহ ১৩ জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলামসহ ১৩ জনের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা করেছে এক ব্যবসায়ী। গত সোমবার রাতে পৌর সদরের বাসিন্দা ব্যবসায়ী পংকজ কুমার সাহা বাদী হয়ে এ মামলা দায়ের করেছেন।
মামলা সূত্রে জানা যায়, ব্যবসায়ী পংকজ সাহা দীর্ঘদিন যাবত বালু ব্যবসার সঙ্গে জড়িত। সম্প্রতি পংকজ সাহা মনতলা বালু মহালটি ইজারা নিয়ে ব্যবসা করে আসছে। বালুর রয়্যালিটি উঠানোর জন্য মাধবপুর-মনতলা রাস্তার নোয়াগাঁও নামক স্থানে একটি টোল আদায়ের স্থান নির্ধারণ করে। গত কিছুদিন যাবত উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলামসহ তার লোকজন টোল আদায় স্থানে গিয়ে চাঁদা দাবি করছিল। ব্যবসায়ী পংকজ সাহা ও তার পার্টনাররা টাকা দিতে না চাইলে আওয়ামী লীগ নেতা ক্ষুব্ধ হন। গত ১৪ জুন দুপুরে তাজুল ইসলাম ও তার লোকজন নোয়াগাঁও টোল আদায় কেন্দ্রে গিয়ে চাঁদা দাবি করলে পংকজ সাহার ম্যানেজার গোপাল সরকার তাতে রাজি হয়নি। এ নিয়ে তাজুল ইসলামের লোকজন গোপালের ওপর হামলা করে। খবর পেয়ে পংকজ সাহা ও তার শরিকরা ঘটনাস্থলে গেলে তাজুল ইসলামের লোকজন তাদের উপরও হামলা করে। তাদের হামলায় মো. ছামাদ খা, তৈয়বুর রহমান, জাকির হোসেন গুরুতর আহত হয়। এ সময় তাজুল ইসলামের লোকজন বালু মহালের কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ ঘটনায় পংকজ সাহা বাদী হয়ে গত সোমবার রাতে আওয়ামী লীগ নেতা তাজুল ইসলামকে প্রধান আসামি করে ১৩ জনের নাম উল্লেখ করে একটি মামলা করে।