Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

আতাউর রহমান সেলিমকে মেয়র চায় ইনাতাবাদের নারী সমাজ

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জের মেয়র প্রার্থী কেন্দ্রীয় যুবলীগের অন্যতম সদস্য, জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিমকে জোর সমর্থন জানিয়েছেন ইনাতাবাদ জঙ্গলবহুলা এলাকার নারীসমাজ। আগামী পৌর নির্বাচনে তাকে বিজয়ী করে উন্নয়নবঞ্চিত এই এলাকার উন্নয়ন নিশ্চিত করতে চান তারা। রমচাঁন বিবির সভাপতিত্বে এবং সফরচাঁন বিবির পরিচালনায় আয়োজিত মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন, বিশিষ্ট মুরুব্বী মর্তুজ আলী, রাবিয়া খাতুন, রোকেয়া খাতুন, আয়েশা আক্তার, নেহার বেগম, শেফা বেগম, আঙ্গুরা খাতুন, রোজিনা আক্তার, মনোয়ারা বেগম, আবেদা খাতুন, বানেছা বেগম, লাভলী আক্তার, লাকী আক্তার, চম্পা আক্তার, মনোয়ারা বেগম, শেরী আক্তার, রুমি আক্তার, আছিয়া খাতুন, বিলকিস আক্তার, হনুফা বেগম, সুচিত্রা দেবী, সাবিনা আক্তার, ফজর চান বিবি, পারুল আক্তার, জমিলা বেগম, হনুফা বেগম, রেশমা আক্তার, সাজু আক্তার, নার্গিস আক্তার, লক্ষী সুত্রধর, রুপচান বিবি, সুফিয়া বেগম, জিতু মিয়া, আরজত আলী, আব্দুল মজিদ, ইউনুস মিয়া, আব্দুল জলিল, সুজিত রায়, আব্দুর রহিম প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে আতাউর রহমান সেলিম তাকে সমর্থন প্রদানের জন্য উপস্থিত মা-বোনদের ধন্যবাদ জানিয়ে বলেন, প্রতিটি সামাজিক কাজে পুরুষদের পাশাপাশি নারীদের সমান অংশগ্রহন নিশ্চিত করা জরুরী। সিডিসির মাধ্যমে মহিলাদের নানা প্রকল্পের সাথে যুক্ত করে হবিগঞ্জ পৌরসভার কাংখিত উন্নয়ন নিশ্চিত করা সম্ভব। তিনি আরো বলেন মেয়র নির্বাচিত হতে পারলে হবিগঞ্জের উন্নয়নের রূপকার আলহাজ্ব অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপির সহযোগিতায় পৌরসভার অবহেলিত উন্নয়নবঞ্চিত প্রতিটি এলাকায় পঞ্চবার্ষিকী পরিকল্পনার আওতায় রাস্তাঘাট, ড্রেনেজ সিষ্টেম, স্ট্রীট লাইট ইত্যাদি নিশ্চিত করা হবে। এসময় আরো উপস্থিত ছিলেন যুবলীগ নেতা পারভেজ ইসলাম, জালাল মিয়া, সিরাজুল ইসলাম শান্ত, পংকজ কান্তি দাস, সুমন দাস, ৬ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি নিরু প্রমুখ।