Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

আউশকান্দিতে বিয়াম ল্যাবরেটরি স্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন জেলা প্রশাসক

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার আউশকান্দি হীরাগঞ্জ বাজার এলাকায় বিয়াম ল্যাবরেটরি স্কুলের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। গতকাল বিকেলে জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদীন এর ভিত্তি প্রস্তর স্থাপন করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিয়াম ল্যাবরেটরি স্কুলের দাতা সদস্য অধ্যাপক অব্দুল হান্নান, যুক্তরাজ্যের কমিউনিটি লিডার মঈনুল আমিন বুলবুল, বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শামছুল ইসলাম, আউশকান্দি ইউপি চেয়ারম্যান দিলাওয়ার হোসেন, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, আওয়ামীলীগ নেতা ওবায়েদুল কাদের হেলাল, আউশকান্দি হীরাগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোর্শেদ আহমেদ, হবিগঞ্জ পল্লী বিদ্যুত সমিতির পরিচালক শফিউল আলম হেলাল, আউশকান্দি র প উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফুর রহমান। ভিত্তি প্রস্তর স্থাপন শেষে মোনাজাত করা হয়।
জানা যায়, নবীগঞ্জ উপজেলার আউশকান্দি হীরাগঞ্জ বাজার এলাকার ৭০ শতাংশ ভূমিতে আড়াই কোটি টাকা ব্যয়ে বিয়াম ল্যাবরেটরি স্কুল নির্মিত হবে। আর এ অর্থ আসবে যুক্তরাজ্যে প্রবাসী নবীগঞ্জের কয়েকজন কমিউনিটি লিডারদের কাছ থেকে। বিশেষ করে যুক্তরাজ্য প্রবাসী আব্দুল হান্নান, প্রবাসী কমিউনিটি লিডার মঈনুল আমিন বুলবুল, শাহ ইলিয়াছ আলী ও মোহন মিয়াসহ বেশ কয়েকজন বিয়াম স্কুলের জন্য আড়াই কোটি সংগ্রহ করার কাজ করছেন।