Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

চুনারুঘাটে ডাকাতি করে পালিয়ে যাওয়ার সময় ৩ ডাকাত আটক

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে ডাকাতি করে পালিয়ে যাওয়ার সময় ৩ ডাকাতকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। আটকৃত ডাকাতরা হলো-হবিগঞ্জ সদর উপজেলার সুলতানশী গ্রামের মৃত রহমত আলীর ছেলে আলাল মিয়া (২৫) একই গ্রামের হান্নান মিয়ার ছেলে সুহেল (২৮) ও  কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার তলিকাছ গ্রামের সিরাজ মিয়ার ছেলে শাহিন (২০)। তাদের কাছ থেকে পুলিশ ১টি ল্যাপটপ ৩টি মোবাইলসহ ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার গভীর রাতে চুনারুঘাটের উবাহাটা ইউনিয়নের মাধবপুর গ্রামের আব্দুল মনাফের বাড়িতে একদল ডাকাত হানা দেয়। ডাকাতরা বাড়ির গেইট ভেঙ্গে ঘরে প্রবেশ করে গৃহকর্তা ও বাড়ির লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকারসহ ৫ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। ডাকাতির মালামাল ভাগবাটোয়ারা করার সময় সময় শেখেরগাঁও গ্রামবাসী ৩ ডাকাতকে আটক করে চুনারুঘাট থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে রাতেই চুনারুঘাট থানার এসআই হরিদাস সরকারের নেতৃত্বে একদল পুলিশ ডাকাতদের থানায় নিয়ে আসে। এ ব্যপারে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ অমূল্য কুমার চৌধুরী এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন ডাকতদের মূল উৎপাটনে পুলিশ বদ্ধপরিকর।