Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

চুনারুঘাটে রিলেশনের প্রতারণা ফাঁদ সব হারিয়ে পথে বসছে সাধারণ মানুষ

চুনারুঘাট প্রতিনিধি ॥ সবুজের স্বপ্ন ছিলো তিনি সিএনজি অটো রিক্সা’র মালিক হবেন। সেই সিএনজি’র রোজগারের টাকায় চলবে তার সংসার। এ আশায় শেষ সম্বল ভিটে-বাড়ী বিক্রি ও দাদন ব্যবসায়ীর কাছ থেকে চড়া সুদে ঋণ এনে ২ লাখ টাকা তুলে দেন এনজিও রিলেশন এন্টারপ্রাইজের মালিক মুজিবুল হকের হাতে। কথা ছিলো, ১৫ দিনের মধ্যেই সিএনজি প্রদান করা হবে সবুজকে। ২১ মাস পেরিয়ে গেছে কিন্তু সিএনজি’র দেখা পাননি সবুজ। মুজিবের প্রতারণার ফাঁদে পড়ে সর্বশান্ত তিনি। তিনি ঢাকায় রিক্সা চালিয়ে কোন মতে জীবনের হাল ধরে আছেন। চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের জারুলিয়া গ্রামের ময়না মিয়ার পুত্র মুজিবুল হক বিগত ১০/১২ বছর আগে এলাকায় রিলেশন এন্টারপ্রাইজ নামের একটি এনজিও’র জন্ম দিয়ে সাধারণ মানুষের মাঝে চড়া সুদে ঋণ বিতরণ কার্যক্রম শুরু করে। পরবর্তীতে শুরু করে গ্রাহকের মাঝে কিস্তিতে সিএনজি চালিত অটোরিক্সা প্রদান কার্যক্রম। মুজিবের এ অফারে সিএনজি’র মালিক হওয়ায় আশায় লোকজন হুমড়ী খেয়ে পড়েন রিলেশনে। ভুক্তভোগীরা জানান, রিলেশন থেকে সিএনজি গ্রহন করতে হলে প্রথমেই মুজিবুল হককে দিতে হয় ২ লাখ টাকা ও দস্তখত করা সাদা ২টি স্টাম্প। এরপর তিনি ১৫ দিনের মধ্যে সিএনজি প্রদানের আশ্বাস দিয়ে গ্রাহকদেরকে বিদায় করে দেন। পরবর্তীতে দেই দিচ্ছি করে বছর দু’এক পর কোন কোন প্রভাবশালী ব্যক্তিকে সিএনজি প্রদান করা হয় ১৮ শতাংশ সুদে। কোন কারণে দুই একটা কিস্তি প্রদানে ব্যর্থ হলে তার বাহিনীর লোকজন সেই সিএনজি আটক করে তার বাড়ীতে নিয়ে যায়। কথা মত চড়া সুদের কিস্তি দিতে ব্যর্থ হলে দস্তখত করা স্টাম্পে গ্রাহকের সম্মতি ভাষ্য লিখে ওই সিএনজি অন্যত্র বিক্রি করে দেয় সে। এতে টাকা এবং সিএনজি হারিয়ে সর্বশান্ত হন সাধারণ মানুষ। অপর দিকে সরল-সোজা গ্রহীতাদের কাছ থেকে নেয়া টাকা তিনি ব্যাংকে জমা রেখে সুদ ভোগ করেন বছরের পর বছর। কেউ টাকা চাইলেই দস্তখত করা সাদা কাগজের ভয় দেখিয়ে তার মুখ বন্ধ রাখা হয়। পুরো টাকা খোয়া যাওয়ার ভয়ে কেউ এ নিয়ে বিচার প্রার্থী হন না বা থানায় মামলা করতে উৎসাহী হন না। মুজিবের প্রতারণায় সর্বশান্ত সবুজ মিয়া সোমবার রিলেশন এন্টারপ্রাইজের মালিক মুজিবুল হকের বিরুদ্ধে থানায় মামলা করছেন। তিনি বলেন, ২০১৩ সালে মুজিবুল হককে হালের গরু, জমি বিক্রি করে ২ লাখ টাকা দিয়েছিলেন সিএনজি’র মালিক হওয়ার আশায়। অদ্যাবদি তিনি সিএনজি, টাকা বা দস্তখত করা স্টাম্প ফেরত পাননি। এ নিয়ে বার কয়েক শালিসে মুজিব টাকা ফেরতের আশ্বাস দিলেও তা দিচ্ছে না। তিনি উপায়ান্তর না পেয়ে আইনের আশ্রয় নিয়েছেন। নির্ভরযোগ্য সূত্র জানায়, এমনিভাবে চুনারুঘাটের ১১ জন সাধারণ মানষের ২২ লাখ টাকা আটকে রেখেছেন মুজিবুল হক। এ ব্যপারে মুজিবুল হকের সাথে যোগাযোগ করা হলে সিএনজি বাণিজ্যের কথা স্বীকার করে গ্রাহকের টাকা উপজেলা চেয়ারম্যানের মাধ্যমে ফেরত দিচ্ছেন বলে জানান তিনি।