Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে পুলিশিং কমিটির মতবিনিময় সভায় ডাঃ মুশফিক ॥ অতি উৎসাহি ও বিতর্কিতদের সুযোগ দেয়া হবেনা

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে কমিউনিটি পুলিশিং কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও উপজেলা কমিউনিটি কমিটির সভাপতি ডাঃ মুশফিক হোসেন চৌধুরী। শুভেচ্ছা বক্তব্য দেন, হবিগঞ্জ জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আলমগীর চৌধুরী। বক্তব্য দেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুম বিল্লাহ, নবীগঞ্জ থানার ওসি মোঃ আবদুল বাতেন খাঁন, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সমন্বয়ক শামীম আহমদ চৌধুরী, ইউপি চেয়ারম্যান মোঃ আনোয়ারুর রহমান, মেহের আলী মহালদার, আলহাজ্ব আব্দুল মুক্তাদির, আব্দুল বাতেন, মোঃ ছাইম উদ্দিন, মোঃ নজরুল ইসলাম, সমর চন্দ্র দাশ, এডঃ মাছুম আহমদ জাভেদ, মোঃ ছালিক মিয়া, সৈয়দ খালেদুর রহমান খালেদ, কুর্শি ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির সাধারন সম্পাদক সাংবাদিক এম এ বাছিত, নবীগঞ্জ পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক মুজাহিদ আহমদ, উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি দুলাল প্রমূখ।
সভায় স্থিতিশীল আইন শৃংখলা এবং অপরাধ দমন ও এর কর্মকৌশল নিয়ে অভিমত ব্যক্ত করা হয়। এছাড়াও ইউনিয়ন এবং প্রতিটি ওয়ার্ডে পূর্ণাঙ্গ কমিটি গঠনে ঐক্যমত হয়েছে। পবিত্র মাহে রমজান শেষে প্রতিটি ইউনিয়নে পূর্নাঙ্গ কমিটি গঠন এবং এর কাঠামো নিয়ে বৈঠকে উপস্থিত নেতৃবৃন্দ অভিমত ব্যক্ত করেন। সভায় ডাঃ মুশফিক হোসেন চৌধুরী বলেন, পুলিশ এবং জনতার সেতু বন্ধনে অতি উৎসাহি এবং বিতর্কিতদের সুযোগ দেয়া হবেনা। তিনি পরিচ্ছন্ন ও নির্মোহ লোকজনের সমন্বয়ে প্রতিটি ইউনিয়ন কমিটি গঠনের জন্য পুলিশ প্রশাসনসহ সকলের প্রতি আহবান জানান।