Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচঙ্গ উপজেলার সংরক্ষিত ৫ নারী আসনে নির্বাচন সম্পন্ন

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচঙ্গ উপজেলা পরিষদের সংরক্ষিত নারী আসনের সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ৮টা থেকে ২টা পর্যন্ত সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসারের তত্ত্বাবধানে অনুষ্ঠিত নির্বাচনে ৪৫জন ভোটার প্রত্যেকে ৫টি করে ভোট প্রদান করেন। বানিয়াচঙ্গ উপজেলার ১৫টি ইউনিয়নের ১নং বানিয়াচঙ্গ সদর উত্তর পূর্ব ইউ.পি, ৫নং দৌলতপুর ইউপি ও ৬নং কাগাপাশা ইউ.পি’র সংরক্ষিত ১নং আসনে মোছাঃ আম্বিয়া বেগম হরিণ মার্কায় ৩৪ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। ২নং বানিয়াচং উত্তর পশ্চিম ইউ.পি, ৩নং বানিয়াচং দক্ষিণ পূর্ব ইউ.পি ও ৪নং বানিয়াচং দক্ষিণ পশ্চিম ইউ.পি’র সংরক্ষিত ২নং আসনে মোছাঃ রুনা আক্তার চাঁদ মার্কায় ১৯ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। ৭নং বড়ইউরি ইউ.পি, ৮নং খাগাউড়া ও ৯নং পুকড়া ইউনিয়নে সংরক্ষিত ৩নং আসনে রাহেলা হক চাঁদ মার্কায় ২৮ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। ১০ নং সুবিদপুর ইউ.পি, ১১ মক্রমপুর ইউ.পি ও ১৩ নং মন্দরী ইউ.পি’র সংরক্ষিত ৪নং আসনে মোছাঃ ইনারা খাতুন মোরগ মার্কায় ২৫ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। ১২নং সুজাতপুর ইউ.পি, ১৪ নং মুরাদপুর ইউ.পি ও ১৫ পৈলারকান্দি ইউপি’র মোছাঃ আছমা বেগম মোরগ মার্কায় ৩১ ভোট পেয়ে ৫নং আসনে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন।