Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচংয়ে টাকা দিয়ে ক্যারাম খেলা নিয়ে দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচংয়ে টাকা দিয়ে ক্যারাম খেলা নিয়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে গতকাল দুপুরে যাত্রাপাশা পাঠানটুলা গ্রামে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, গ্যানিংগঞ্জ বাজারের পশ্চিম দিকে পাঠানটুলা গ্রামে বজলু মিয়ার কাঠের দোকানে দীর্ঘদিন ধরে টাকা দিয়ে ক্যারাম খেলা চলে আসছে। এনিয়ে প্রায়ই খেলোয়াড়দের মধ্যে অপ্রীতিকর ঘটনা ঘটে। গতকাল দুপুর ১২টার দিকে যাত্রাপাশা মালে হাটির জিতু মিয়ার পুত্র জায়েদ মিয়া ও বড় বাড়ীর সামছুদ্দিন আহমেদের পুত্র শিবু মিয়ার মধ্যে কথা কাটাকাটি ও গালিগালাজের এক পর্যায়ে উভয়ের আত্মীয়-স্বজনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এসময় দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বের হলে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। তাৎক্ষনিক মুরুব্বীদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ঘটনার পর বানিয়াচং থানার অফিসার ইনচার্জ নির্মলেন্দু চক্রবর্তীকে ফোন করে টাকার বিনিময়ে ক্যারাম খেলা বন্ধে ব্যবস্থা নেয়ার অনুরোধ জানানোর কথা নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার জনৈক ব্যক্তি এ প্রতিবেদককে জানিয়েছেন।