Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মাদক-সন্ত্রাস বিরোধী কমিটি গঠন আসছে আন্দোলনের কর্মসূচি

স্টাফ রিপোর্টার ॥ মাদক ও সন্ত্রাস প্রতিরোধ কমিটি গঠিত হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা নিয়ে হবিগঞ্জকে মাদক ও সন্ত্রাস নির্মুল করতে এ কমিটি কাজ করবে। এ উপলক্ষে গত শনিবার এক সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা চেম্বার অব কমার্স ইন্ড্রাষ্ট্রিজ, মার্চেন্ট এসোসিয়েশন ও ব্যবসায়ী কল্যাণ সমিতির উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন আলহাজ রইছ মিয়া। দেওয়ান মিয়ার সঞ্চলনায় অনুষ্ঠিত এই সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বারের সভাপতি এডভোকেট সালেহ আহমদ, এডভোকেট আব্দুল মতিন খান, এডভোকেট দেওয়ান মসউদ চৌধুরী, মার্চেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফরিদ মিয়া, ঠিকাদার সমিতির সভাপতি মো: আরব আলী, বিশিষ্ট ব্যবসায়ী সুভাষ বাবু, চেম্বার অব কমার্স এন্ড ই্ড্রাষ্ট্রির সভাপতি মোতাচ্ছিরুল ইসলাম, ব্যকস এর সভাপতি সৈয়দ তোফায়েল ইসলাম কামাল, ইউপি চেয়ারম্যান সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, জিপি এডভোকেট আপিল উদ্দিন, বিসিক শিল্প নগরীর মালিক সমিতির সভাপতি এডভোকেট নুরুল ইসলাম, জেলা মসজিদ সুন্নী সংগ্রাম সমন্বয় পরিষদের সেক্রেটারী মৌলানা আব্দুল জলিল, চেম্বার অব কমার্স এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মিজানুর রহমান, জুনিয়ার ভাইস প্রেসিডেন্ট অজয় বিক্রম শিবু, চেম্বারের কার্যনির্বাহী সদস্য মশিউর রহমান শামীম, মো: নাছির উদ্দিন, জয়নাল, শেখ আনিসুজ্জামান, ব্যকস এর সাধারণ সম্পাদক সামছুল হুদা, সাংগঠনিক সম্পাদক তুহিন, মার্চেন্ট এসোসিয়েশনের নেতা শফিকুল ইসলাম, সামসু মিয়া, সিএনজি মালিক সমিতির সভাপতি রফিকুল ইসলাম, জেলা অনলাইন প্রেসক্লাব সভাপতি ও দৈনিক জনকন্ঠের সংবাদদাতা রফিকুল হাসান চৌধুরী তুহিন প্রমুখ। সভায় বক্তারা বলেন, হবিগঞ্জে মাদকের ছড়াছড়িতে যুব সমাজ ধ্বংসের পথে ধাবিত হচ্ছে। তাই এখনই এর প্রতিকার দরকার। বক্তারা মাদকের লাইসেন্স বাতিলের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবী জানান। পরিশেষে সর্বসম্মত সিদ্ধান্তক্রমে আলহাজ্ব রইছ মিয়াকে আহবায়ক ও আলহাজ্ব এডভোকেট আব্দুল মতিন খানকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। এই কমিটি পরবর্তীতে আরও বর্ধিত করার সিদ্ধান্ত গৃহিত হয়। পরবর্তী সভায় কর্মসূচি ঘোষণা করা হবে।