Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জ নাগরিক কমিটির মতবিনিময় অনুষ্ঠানে পুলিশ সুপার ॥ অসৎ বন্ধু’র কারণে অনেক শিক্ষার্থীর জীবন নষ্ট হয়ে যায়

মাধবপুর প্রতিনিধি ॥ গতকাল রবিবার হবিগঞ্জ নাগরিক কমিটির উদ্যোগে উচ্চ শিক্ষা লাভের ক্ষেত্রে মাধবপুর উপজেলার আন্দিউড়া উম্মেতুন্নেছা উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের করণীয় ও নির্দেশনা র্শীষক মতবিনিময় সভা ও দরিদ্র মেধাবী ছাত্রছাত্রীদের বৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এতে সভাপতিত্ব করেন হবিগঞ্জ নাগরিক কমিটির সভাপতি সাবেক সংসদ সদস্য চৌধুরী আব্দুল হাই। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জের পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র। বিশেষ অতিথি ছিলেন বৃন্দাবন সরকারী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর ইকরামুল ওয়াদুদ, সরকারি মহিলা কলেজের প্রাক্তন উপাধ্যক্ষ আব্দুজ জাহের, আন্দিউড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আতিকুর রহমান আতিক, আউন্দিউড়া  উম্মেতুন্নেছা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ সেলিম চৌধুরী। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান, দৈনিক দেশজমিন পত্রিকার সম্পাদক মোঃ আলমগীর খান সাদেক। অনুষ্ঠানে কোরআন থেকে তেলাওয়াত করেন, সুমাইয়া আক্তার ও পবিত্র গীতা পাঠ করেন বাবু নগেন্দ্র চন্দ্র শর্মা। বক্তব্য রাখেন সাবরিনা হাসান তাজীন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম, সাইফুল ইসলাম মৃধা, আব্দুল কদ্দুছ চকদার, মাখন, প্রফেসর আলী আজগর, আমজাদ হোসেন চৌধুরী প্রমূখ। স্বাগত বক্তব্য রাখেন আন্দিউড়া উম্মেতুন্নেছা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক শেখ তোফাজ্জল হোসেন। অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যত কামনা করে বক্তারা বলেন, ছাত্রজীবনের ছাত্রছাত্রীদের সঠিক সময়ের সদব্যবহার করে তথ্য প্রযুক্তির মাধ্যমে শিক্ষার্থীরা জীবনের সফলতা অর্জনের মাধ্যমে প্রতিষ্ঠিত হতে পারে। প্রধান অতিথি জয়দেব কুমার ভদ্র বলেন, ছাত্রছাত্রীদের লক্ষ্য রাখতে হবে কিভাবে জীবনে সফল হতে পারি। নিজের জীবনের অভিজ্ঞতা প্রসঙ্গে বলেন, আমার স্কুল জীবনে খুলনায় যখন পড়ি তখন আমার অনেক বন্ধু-বান্ধব মেধাবী ছিল। কিন্তু ছাত্রজীবনের খারাপ বন্ধুবান্ধবের সাথে মিশে জীবনকে নষ্ট করে। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সব জায়গাতেই বন্ধুবান্ধবরা হারিয়ে যায়। অনুষ্ঠানে বিদ্যালয়ের ৭জন ছাত্রছাত্রীদের এক বৎসরের বেতন ও শিক্ষা উপকরণ প্রদান করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন হবিগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল তালুকদার।