Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচংয়ে মাছের পোনা অবমুক্ত করণে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ে মাছের পোনা অবমুক্তকরণের শুরুতেই অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠেছে। জানা যায়, গতকাল রবিবার সুবিদপুর ইউনিয়নের একটি জলমহালে পোনা অবমুক্তকরণ করা হয়েছে। কিন্তু কি পরিমাণ পোনা অবমুক্ত করার কথা বা কি পরিমাণ অবমুক্ত করা হয়েছে তা এলাকার পোনা উৎপাদন ও সরবরাহকারীরা জানেন না। এমনকি গনমাধ্যমকর্মীদেরও জানানো হয়নি। এনিয়ে এলাকায় নানা রকম আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। লোকমুখে শোনা গেছে, প্রতিবছর পোনা অবমুক্তকরণের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে পোনা উৎপাদন ও সরবরাহকারীদের কাছ থেকে দরপত্র আহবান করা হয়। দরপত্রদাতাদের মধ্যে সবচেয়ে কম দাম দেয়া লোককে অবমুক্তকরণের জন্য নির্বাচিত করে সংশ্লিষ্ট কমিটি। কিন্তু এবার অবমুক্তকরণের শুরুতেই কমিটি অতীতের নিয়ম-নীতির তোয়াক্কা না করে অনিয়ম-দুর্নীতির আশ্রয় নিয়ে গোপনে নিজেরা অবমুক্ত করে। এ ব্যাপারে কমিটির সদস্য সচিব ও উপজেলা মৎস্য কর্মকর্তা রমনী মোহন পাল গনমাধ্যমকে জানান, রেইট কম হওয়ায় কোটেশন ছাড়াই কমিটি পোনা অবমুক্ত করেছে। কেজি প্রতি কত টাকা রেইট ধরে অবমুক্ত করা হয়েছে প্রশ্নের উত্তরে জানান, তিনশত টাকা। কত কেজি পোনা অবমুক্ত করা হয়েছে প্রশ্নের উত্তরে জানান, চারশত কেজি। কোথায় অবমুক্ত করা হয়েছে প্রশ্নের উত্তরে জানান, সুবিদপুর ইউনিয়নের কামড়াপুর গ্র“প ফিসারিজ-এ। এটি কি উন্মুক্ত জলমহাল প্রশ্নের উত্তরে তিনি হ্যাঁ জবাব দেন। অন্যান্য বছরের মত গনমাধ্যমকর্মীদের উপস্থিতিতে অবমুক্তকরণ করা হয়েছে কি-না প্রশ্নের উত্তরে বলেন, না; শুধু কমিটির সভাপতি হিসেবে ইউএনও, সদস্য সচিব হিসেবে আমি (মৎস্য কর্মকর্তা নিজে), সদস্য হিসেবে কৃষি কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ইউপি’র চেয়ারম্যান উপস্থিত ছিলেন। পোনা অবমুক্তকরণের এই উদ্বোধনে স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা চেয়ারম্যানকে আমন্ত্রণ জানানো হয়েছিল কি-না প্রশ্নের উত্তরে বলেন, ইউএনও সাহেবের জানানোর কথা ছিল; তিনি জানিয়েছেন কি-না উনাকে জিজ্ঞাসা করিনি।