Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জ-বানিয়াচং সড়কের ডাইভারশনটি মরণ ফাঁদে পরিণত ॥ জন দূর্ভোগ চরমে

এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ-বানিয়াচং সড়কের রাজাবাদ ব্রিজের ডাইভারশনটি মরণ ফাঁদে পরিণত হয়েছে। চরম ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। পথচারীদের দূর্ভোগের শেষ নেই। কাঁদা, নর্দমায় ভরপুর ওই ডাইভারশনের উভয় পাশ। স্কুল কলেজগামী ছাত্র-ছাত্রীদের যাতায়াতে মারাত্মক অসুবিধার সৃষ্টি হচ্ছে। যে পোষাকে বাড়ি থেকে বের হয়ে স্কুলে যাওয়া হয়, ওই ডাইভারশনে এসেই সেই পোষাক কর্দমাক্ত হয়ে যায়। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে একাধিকবার দেয়া হলেও কোন উদ্যোগ গ্রহন করা হচ্ছেনা। ঠিকাদারী প্রতিষ্টানের অবহেলা ও গাফিলতির কারণেই এ অবস্থার সৃষ্টি হয়েছে।
এলাকাবাসী জানান, প্রায় ৬ মাস পূর্বে নবীগঞ্জ-বানিয়াচং সড়কের পুরাতন ব্রিজ ভেঙ্গে নতুন ব্রিজ নির্মাণের জন্য টেন্ডার আহ্বান করা হলে সিলেটের একটি ঠিকাদারী প্রতিষ্টান এ কাজটি পায়। ওই সড়কের সব ক’টি ব্রিজ একযোগে ভেঙ্গে নামমাত্র কাজ করে ডাইভারশন নির্মাণ করা হয়। ইতিমধ্যে বেশ কিছু ব্রিজের কাজ সম্পন্ন হয়েছে। ওই ব্রিজ নির্মাণে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। এদিকে রাজাবাদ ব্রীজের ডাইভারশন নির্মাণেও ব্যাপক অনিয়ম ও দূর্নীতির আশ্রয় নেয়া হয়েছে। সড়ক থেকে প্রায় ৮/১০ ফুট নীচু করে ভাসমান সেতু দিয়ে ওই ডাইভারশনটি নির্মাণ করা হয়েছে। এর উভয় পাশে পাথর, বালি কম দিয়ে মাটি দেয়ায় সামান্য বৃষ্টি হলেই ডাইবারশনের বেহাল অবস্থার সৃষ্টি হয়। এছাড়া নদীতে পানি বৃদ্ধি পেলে ভাসমান সেতুটিও তলিয়ে যাওয়ার আশংকা রয়েছে। এ ব্যাপারে দ্রুত কার্যকর ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবী জানিয়েছেন ভুক্তভোগীরা।