Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মেয়র প্রার্থী আতাউর রহমান সেলিমকে গোসাইপুর ঋষিহাটি লোকজনের সমর্থন

প্রেস বিজ্ঞপ্তি ॥ গোসাইপুর ঋষিহাটির লোকজন হবিগঞ্জ পৌরসভার মেয়র প্রার্থী কেন্দ্রীয় যুবলীগের অন্যতম সদস্য, জেলা যুবলীগ সভাপতি জননেতা আতাউর রহমান সেলিমকে জোর সমর্থন জানিয়েছেন এবং আগামী পৌর নির্বাচনে তাকে বিজয়ী করতে সকলের প্রতি আহবান জানিয়েছেন। রেখা রানী ঋষির সভাপতিত্বে এবং পার্বতি রানী ঋষির পরিচালনায় আয়োজিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শ্রমিক নেত্রী রেবা চৌধুরী, শেখ আনিসুজ্জামান, অরুনা ঋষি, রিনা বেগম, আমিনা বেগম, রেহেনা বেগম, নাজমা আক্তার, মঞ্জুবালা ঋষি, রতি ঋষি, স্বরলক্ষী ঋষি, শেফালী ঋষি, কল্পনা ঋষি, শিউলি ঋষি,, কমলা ঋষি, রুপসী ঋষি, সুভাষিনী ঋষি,, দৈবতী রানী ঋষি, অঞ্জলী রানী ঋষি, সাবিত্রী ঋষি, লক্ষী রানী ঋষি, মঞ্জু রানী ঋষি, মিনা ঋষি,, সুমিতা ঋষি, বিভা ঋষি, হালিমা বেগম, মুল্লুুক চান, পুষ্পা ঋষি, ধনেশ্বরী ঋষি, নিশিবালা ঋষি প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে জননেতা আতাউর রহমান সেলিম বলেন, শহরের প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়ন ছাড়া একটি পৌরসভা আধুনিক হতে পারে না। পৌর এলাকার ধনী গরীব, জাতপাত, সাদা কালো নির্বিশেষে সকল মানুষের সমান নাগরিক অধিকার তিনি নিশ্চিত করতে চান। হবিগঞ্জের উন্নয়নের প্রাণ পুরুষ আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির এমপির সহযোগিতায় ঋষি হাটি সহ সকল প্রান্তিক মানুষের বসতিতে রাস্তাঘাট, ড্রেন, ষ্ট্রীট লাইট সর্বোপরি নারীদের সামাজিক নিরাপত্তা নিশ্চিতে যা যা করণীয় নির্বাচিত হতে পারলে তিনি তা করবেন। এসময় আরো উপস্থিত ছিলেন যুবনেতা পারভেজ ইসলাম, পংকজ কান্তি দাস. সিরাজুল ইসলাম শান্ত, সুমন দাস প্রমুখ।