Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মাধবপুরের মাদক ব্যবসায়ী সেলিমকে ৬ মাসের কারাদন্ড

রিফাত উদ্দিন, মাধবপুর থেকে ॥ মাধবপুরে বিজিবি হাতে গাঁজাসহ আটককৃত কুখ্যাত মাদক ব্যবসায়ী সেলিম মিয়াকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল রবিবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল ইসলাম ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ রায় প্রদান করেন। বিজিবি ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল সাজ্জাদ হোসেন জানান, রবিবার রাত সাড়ে ৮ টার দিকে বিজিবি ধর্মঘর বিওপির সুবেদার সিরাজদ্দৌল্লার নেতৃত্বে বিজিবি টহল দল উপজেলার ধর্মঘর ইউনিয়নের মোহনপুর গ্রামে অভিযান চালিয়ে আব্দুল খালেকের ছেলে মাদক ব্যবসায়ী ও একাধিক মাদক মামলার পলাতক আসামী সেলিম মিয়া (৩০) কে ৫ কেজি ভারতীয় গাঁজাসহ আটক করে। রাত সাড়ে ১১ টার দিকে আটককৃত মাদক ব্যবসায়ী সেলিম মিয়াকে উপজেলা নিবার্হী কর্মকতার কার্যালয়ে হাজির করলে তিনি ভ্রামমান আদালতের মাধ্যমে মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধ্যাদেশ ১৯৯০ এর ২২ এর (খ) ধারা অনুসারে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। বিজিবি ও পুলিশ সূত্রে জানা যায়, মাদক ব্যবসায়ী সেলিমের বিরুদ্ধে মাধবপুর থানায় একাধিক মাদক মামলা রয়েছে।