Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

আজ লাখাইয়ে সংরক্ষিত মহিলা আসনে ভোট গ্রহণ

লাখাই প্রতিনিধি ॥ সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আজ ১৫জুন অনুষ্ঠিত হচ্ছে লাখাই উপজেলা পরিষদের সংরক্ষিত নারী আসনে ভোট গ্রহণ। ৬টি ইউনিয়ন নিয়ে গঠিত ও উপজেলায় মোট ভোটার সংখ্যা ১৮জন। আর এ নির্বাচনে মোট ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। উপজেলার লাখাই, মুড়াকরি ও মুড়িয়াউক ইউনিয়ন নিয়ে গঠিত ১নং আসনে প্রার্থী হচ্ছেন ২জন। এ আসনের প্রার্থীরা হলেন মোছাঃ পারুল বেগম (মোরগ) ও মোছাঃ সুফিয়া বেগম (চাঁদ) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। বামৈ, বুল্লা ও করাব ইউনিয়ন নিয়ে গঠিত ২নং আসনে প্রাথী হচ্ছেন ৩জন। মহালক্ষী রাণী দাশ (হরিণ), মোছাঃ জাহানারা বেগম (টেবিল) ও মোছাঃ বুলবুল আরা বেগম (মোরগ) প্রতীক নিয়ে নির্বাচনে প্রতীদ্বন্দ্বিতায় নেমেছেন। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে সকাল ৮ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত উপজেলা হলরুমে ১টি বুথের মাধ্যমে অনুষ্ঠিত হবে এ নির্বাচন। নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করবেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পেয়ারা বেগম। সহকারি প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করবেন ভাদিকারা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমির চন্দ্র দাশ, পুলিং অফিসারের দায়িত্ব পালন করবেন একই বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ আব্দুল হামিদ। এছাড়া নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনী হিসাবে ১ জন এস.আই ও ৫ জন পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন বলে জানা যায়।