Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

যাত্রাবড় বাড়ি গ্রামে দু’পক্ষের সংঘর্ষে মহিলাসহ আহত ৪০

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার যাত্রাবড়বাড়ি গ্রামে কাঁঠাল খাওয়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে মহিলাসহ অন্তত ৪০ জন আহত হয়েছেন। গুরুতর আহত ১৫ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। আশঙ্কাজনক একজনকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শুক্রবার সন্ধ্যায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী জানান, যাত্রাবড়বাড়ি গ্রামের নুরুল আমিন মেম্বারের সাথে বিভিন্ন বিষয় নিয়ে একই গ্রামের মারাজ মিয়ার বিরোধ চলছিল। শুক্রবার বিকেলে নুরুল আমিন মেম্বারের চাচাতো ভাই আফিল উদ্দিনের ছেলে ফয়সল মিয়া তার নানাবাড়ি থেকে ৩টি কাঁঠাল নিয়ে আসলে মারাজ মিয়া ও তার সহযোগীরা রাস্তা থেকে কাঁঠালগুলো ছিনিয়ে নিয়ে যান। পরে তারা উল্লাস করে কাঁঠালগুলো খেয়ে ফেলেন। এ নিয়ে ফয়সলের সাথে তাদের কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এর জের ধরে সন্ধ্যায় উভয়পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ঘন্টাব্যাপী সংঘর্ষে মহিলাসহ ৪০ জন আহত হন। আহতদের মধ্যে লোকমান মিয়া, রাসেল মিয়া, আব্দুল হেকিম, আব্দুল মতিন, তরিকুল ইসলাম, শাহেনা বেগম, সবুজ মিয়া, হেলাল মিয়া, নানু মিয়া, সাকিল মিয়া, ইমাদ আলী ও এলাছ মিয়াকে হবিগঞ্জ আধুনিক হাসপাতালে ভর্তি এবং আশঙ্কাজনক অবস্থায় সাইফুল ইসলাম লিটনকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে পুলিশ স্থানীয়দের সহায়তার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সদর মডেল থানার ওসি নাজিম উদ্দিন জানান, পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। এখনও কোন মামলা দায়ের হয়নি।