Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

২০১৮ সালের মধ্যেই সারা দেশে বিদ্যুতায়ন হবে-মাহবুব আলী এমপি

স্টাফ রিপোর্টার। চুনারুঘাট-মাধবপুর আসনের সংসদ সদস্য এডভোকেট মাহবুব আলী বলেছেন, মহাজোট সরকারের ভিশন-২১ এর অংশ হিসেবে সারা দেশে বিদ্যুতায়নের জন্য সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। ২০১৮ সালের মধ্যেই সারা দেশে বিদ্যুতায়নের কাজ শেষ করা সম্ভব হবে। তিনি গতকাল চুনারুঘাট উপজেলার কালিচুং গ্রামের বিদ্যুত সংযোগ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। এ উপলক্ষ্যে কালিচুং গ্রামের সাবেক ইউপি মেম্বার আলহাজ্ব আঃ জাহির এর বাড়িতে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলহাজ্ব আঃ জাহিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিতত ছিলেন চুনারুঘাট উপজেলা চেয়ারম্যান মোঃ আবু তাহের, পিপি আকবর হোসেন জিতু, ইউএনও মাসুদুর কবির, পল্লী বিদ্যুত সমিতির ডিজিএম, দেওরগাছ ইউপি চেয়ারম্যান চৌধুরী শামছুননাহার, আঃ সামাদ মাষ্টার,  মোস্তফা মাহবুব রাজন প্রমূখ।
এর পূর্বে কাচুয়ার সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ২০১৫ সালের বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রীদের এক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এডভোকেট মাহবুব আলী এমপি।