Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে গউছ মুক্তি সংগ্রামে পরিষদের উদ্যোগে বর্ধিত ও শোক সভা অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি ॥ কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য বেগম খালেদা জিয়ার স্নেহাধন্য হবিগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পৌর মেয়র আলহাজ্ব জি কে গউছ এর উপর মামলা গ্রেফতারের প্রতিবাদে গতকাল শুক্রবার রাতে নবীগঞ্জ জি কে গউছ মুক্তি সংগ্রাম পরিষদের উদ্যোগে বিএনপির কার্যালয়ে এক আলোচনা সভা ও উপজেলা বিএনপি নেতা সিনিয়র সাংবাদিক এটিএম নুরুল ইসলাম খেজুরের মৃত্যুতে এক শোক সভা অনুষ্ঠিত হয়েছে। নবীগঞ্জ জি কে গউছ মুক্তি সংগ্রাম পরিষদের আহবায়ক মনর উদ্দিনের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহবায়ক শাহেদুল ইসলাম রিপনের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন হবিগঞ্জ পৌর বিএনপির সভাপতি প্যানেল মেয়র আলহাজ্ব ছাব্বির আহমদ চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান সেফু, পৌর বিএনপির অন্যতম নেতা  আব্দুল মালিক চৌধুরী, আব্দুল আলীম ইয়াছিনী, পৌর কৃষকদলের সভাপতি মাষ্টার আব্দুল মন্নান, জিকে গউছ মুক্তি সংগ্রাম পরিষদের যুগ্ম আহবায়ক নুরুল আমিন, মীর বাচ্চু, মোঃ আলমগীর মিয়া, কলেজ ছাত্রদলের আহবায়ক অলিউর রহমান অলি, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক এটিএম জাকিরুল ইসলাম, জিকে গউছ মুক্তি সংগ্রাম পরিষদ নেতা ছায়েদ মিয়া, আলীনুর পাশা, শাহ তজম্মুল আলী নিলু, সুহেল আহমদ মুন্না, নিজাম উদ্দিন, জাহাঙ্গীর আলম, খোকন মিয়া, জিতু মিয়া প্রমুখ। সভায় বক্তরা বলেন, আলহাজ্ব জিকে গউছকে অবিলম্বে মুক্তি দিয়ে জনগণের মাঝে ফিরিয়ে না দেয়া পর্যন্ত জিকে গউছ মুক্তি সংগ্রাম পরিষদ আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবে। এছাড়া সভায় উপজেলার প্রত্যেকটি ইউনিয়নের কমিটি গঠন ও বিক্ষোভ মিছিল, মানববন্ধসহ নানা  আন্দোলন সংগ্রাম নিয়ে আলোচনা সিদ্ধান্ত হয়। অপরদিকে বিএনপি নেতা ও সিনিয়র সাংবাদিক এটিএম নুরুল ইসলাম খেজুরের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।